Astro Tips

রাস্তা দিয়ে চলার সময় ভুল জিনিস ডিঙোলেই মুশকিল, দুর্দশা পিছু ছাড়বে না, মা লক্ষ্মীও রুষ্ট হয়ে ঘর ছাড়বেন!

শাস্ত্র জানাচ্ছে, রাস্তাঘাটে এমন নানা জিনিস পড়ে থাকে যেগুলি পাড়ালে বা ডিঙোলে নেগেটিভ শক্তি আমাদের সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে। এর ফলে ভাগ্যের উন্নতি আটকে যায়। জীবন নরকসম হয়ে ওঠে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১১:৪৩
Share:

—প্রতীকী ছবি।

রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদের পায়ের তলায় অনেক কিছুই পড়ে। বা আমরা এমন নানা জিনিস অতিক্রম করে যাই যা আদতে আমাদের ডিঙোনো উচিত নয়। শাস্ত্র জানাচ্ছে, রাস্তাঘাটে এমন নানা জিনিস পড়ে থাকে যেগুলি পাড়ালে বা ডিঙোলে নেগেটিভ শক্তি আমাদের সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে। এর ফলে ভাগ্যের উন্নতি আটকে যায়। জীবন নরকসম হয়ে ওঠে। তালিকায় কোন কোন জিনিস রয়েছে দেখে নিন।

Advertisement

রাস্তায় পড়ে থাকা কোন জিনিসগুলি ডিঙোনো যাবে না?

লেবু-লঙ্কা: দোকানের বাইরে লেবু-লঙ্কা হামেশাই ঝুলে থাকতে দেখা যায়। এর দ্বারা ব্যবসার জায়গাকে কুনজর থেকে রক্ষা করা হয়। কিন্তু সেই নজর বাঁচানো লেবু-লঙ্কা যখন রাস্তায় পড়ে থাকে তখন আর সেটির কোনও গুণ থাকে না। বরং সেটি পাড়ালে বা ডিঙোলে খারাপই হয়। কারণ, কুনজর পড়ে পড়ে সেটি ক্ষতিকারক হয়ে উঠেছে। এর পর সেটিকে ডিঙোলে তাতে থাকা নেগেটিভ শক্তিগুলি আমাদের মধ্যে চলে আসে। এর ফলে খারাপ হয়।

Advertisement

ধূপকাঠি: আমাদের মাঝে এমন বহু মানুষ রয়েছেন যাঁরা রাত্রিবেলা রাস্তাঘাটে অপশক্তিদের উদ্দেশ্যে নানা রকম ক্রিয়াকর্ম করে বেড়ান। সেই কারণে ধূপকাঠি জ্বালানোর প্রয়োজন হলেও হতে পারে। এ ছাড়া অর্ধেক জ্বলে নিবে যাওয়া ধূপকাঠিও শুভ নয়। এটিও কোনও অশুভ শক্তির প্রভাবেই নিবে গিয়েছে বলে বিশ্বাস করা হয়। তাই রাস্তায় যদি কোনও অর্ধেক জ্বলে নিবে যাওয়া ধূপকাঠি পড়ে থাকতে দেখেন, তা হলে সেটি পাশ কাটিয়ে চলে যাবেন। সেটিকে পাড়াবেনও না, ডিঙোবেনও না।

টাকা: রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে মানুষ সবার আগে সেটি তুলে পকেটে ভরেন। তবে সেই টাকা যদি ছেঁড়া হয়, অথবা যে টাকা বর্তমানে আর চলে না, যেমন ১০ পয়সা, ৫০ পয়সা প্রভৃতি পড়ে থাকতে দেখলে অনেকে পাড়িয়ে চলে যান। কিন্তু সেটি করা যে কতটা ভুল তা জানলে চমকে যাবেন। পড়ে থাকা টাকা পাড়ানো বা ডিঙোনো মানে মা লক্ষ্মীকে অপমান করা। তাই এই কাজটি করা থেকেও বিরত থাকতে হবে।

হলুদ-সিঁদুর মাখানো চাল: রাস্তাঘাটে হলুদ-সিঁদুর মাখানো চাল পড়ে থাকতে দেখলেও পাশ কাটিয়ে চলে যেতে হবে। এই সকল জিনিস সাধারণত কারও ক্ষতি করতে ব্যবহার করা হয়। এটি ডিঙোলে বা পাড়ালে নেগেটিভ শক্তির কবলে পড়তে হবে। তাই এই জিনিসে ভুলেও পা দেওয়া যাবে না।

নারকেল: রাস্তায় যদি ভাঙা নারকেল বা পুজোর উপকরণের সঙ্গে নারকেল পড়ে থাকতে দেখেন, তা হলে সেখান থেকে যাওয়া উচিত হবে না বলে মনে করা হয়। সেটি ডিঙোলে ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। নেগেটিভ শক্তি পিছু ছাড়বে না। তাই এর থেকে দূরে থাকাই ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement