Zodiac Signs with Trust Issues

কাছের মানুষকেও বিশ্বাস করেন না, সমালোচিত হতে ভয় পান! তিন রাশির ব্যক্তিরা তালা দিয়ে থাকেন মনের ঘরে

তিন রাশির মানুষ রয়েছেন যাঁরা বহু চেষ্টা করেও কারওকে বিশ্বাস করতে পারেন না। এঁরা সর্বদা ভাবেন যে অপর ব্যক্তিরা এঁদের পিছনে সমালোচনা করেন, এঁদের নামে খারাপ কথা বলেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:২৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমান যুগে কাউকে চট করে বিশ্বাস করে ফেলা সহজ কাজ নয়। আজকাল বেশির ভাগ ক্ষেত্রেই অপরকে বিশ্বাস করে ঠকতে হয়। তা বলে যে কাউকে ভরসা না করেই জীবন চলে যাবে সেই ভাবনাও ঠিক নয়। মানুষ সামাজিক প্রাণী। বাঁচার জন্য এঁদের একে অপরের সাহচর্যের প্রয়োজন রয়েছে। কিন্তু তিন রাশির মানুষ রয়েছেন যাঁরা বহু চেষ্টা করেও কারওকে বিশ্বাস করতে পারেন না। এঁরা সর্বদা ভাবেন যে অপর ব্যক্তিরা এঁদের পিছনে সমালোচনা করেন, এঁদের নামে খারাপ কথা বলেন। নিজের ভাবনার বশে পড়ে এঁরা চেয়েও কাউকে বিশ্বাস করে উঠতে পারেন না। জেনে নিন তালিকায় কোন তিনটি রাশি রয়েছে।

Advertisement

কোন তিন রাশির মানুষেরা কাউকে বিশ্বাস করেন না?

কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির ব্যক্তিরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক হন। এঁরা যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। তবে সমালোচনা মোটে সহ্য করতে পারেন না। কেউ যদি এঁদের পাত্তা না দেন তা হলেই এঁদের মুখভার হয়ে যায়। কাছের লোকেদের এঁরা তখনই আগলে রাখেন যখন তার পরিবর্তে দ্বিগুণ যত্ন পান। তবে মন থেকে বিশ্বাস এঁরা কাউকেই করেন না। নিজেদের আবেগে আঘাত না দেওয়ার জন্যই এঁরা এই কাজটি করে থাকেন।

Advertisement

তুলা: তুলা রাশির ব্যক্তিরা অত্যন্ত ধূর্ত হন। এঁরা সর্বদা চেষ্টা করেন অভিনব কিছু করার। পাছে তাঁদের ভাবনা অপর কেউ চুরি করে নেন সেই চিন্তায় এঁরা কাউকে কিছু বলেন না। তুলা রাশির জাতক-জাতিকারা সচরাচর নিজেদের ভুলও স্বীকার করেন না। কারণ এঁরা মনে করেন যে অপর মানুষটি এঁদের বিচার করবেন। অপরের সামনে ছোট হওয়ার ভয়ে এঁরা ভুল স্বীকার করার থেকে সেই ব্যাপারটি এড়িয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বৃশ্চিক: অপরকে বিশ্বাস করার ব্যাপারে পিছিয়ে রয়েছেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। এঁরা কোনও মতে কাউকে বিশ্বাস করে নিজের কোনও গোপন কথা বলেন না। এঁরা ভাবেন যে আশপাশের সকলেই এঁদের খারাপ চায়। বৃশ্চিক রাশির ব্যক্তিরা তাই চুপচাপ নিজের মনের মধ্যে সব কিছু নিয়ে চলতে পছন্দ করেন। অপমানিত হওয়ার ভয়েও এঁরা মনের ভাবনা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন। এঁরা নিজের আবেগকে কোনও মতেই আহত করতে চান না। অপরের জন্য তো না-ই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement