কী ভাবে জানবেন কোন স্থান আপনার ভাগ্যের পক্ষে উপকারী (শেষ অংশ)

আপনি যদি যে কোনও মাসের  ৫, ১৪, বা ২৩ তারিখে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে ৫(পাঁচ) কম্পনাঙ্কযুক্ত তারিখে জন্ম গ্রহণ করেছেন। প্রথমেই আপনি পচ্ছন্দ করবেন সেই নামের স্থানগুলি যার কম্পনাঙ্কও ৫(পাঁচ)।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০০:০০
Share:

1=A,J,S 2=B,K,T 3=C,L,U 4=D,M,V 5=E,N,W

Advertisement

6=F,O,X 7=G,P,Y 8=H,Q,Z 9=I,R

(২) আপনি যদি কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্ম গ্রহণ করেন, তা হলে আপনার জন্ম কম্পনাঙ্ক সংখ্যা হবে ২(দুই)। তাই আপনাকে প্রথমেই ২ কম্পনাঙ্কযুক্ত বাস করার স্থান খুঁজতে হবে, যেমন,’বেহালা’-র কম্পনাঙ্ক ২, এই রকম বেহালার মত ২ কম্পনাঙ্কযুক্ত স্থান আরও আছে। এতে যদি না হয়, দ্বিতীয় পচ্ছন্দের বাস করার স্থানের কম্পনাঙ্কগুলি যেমন, ৭, ৮ বা ৯। তাই বলে ৫ কম্পনাঙ্কযুক্ত স্থান বাস করার জন্য মোটেই বাছবেন না।

Advertisement

(৩) এ বার আপনি যদি কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে আপনার জন্ম তারিখের কম্পনাঙ্ক হবে ৩ (তিন)। আপনি যদি বাস করার স্থান খুঁজতে চান, তা হলে আপনাকে প্রথম পচ্ছন্দের তালিকায় রাখতে হবে সেই সব স্থানের নামের কম্পনাঙ্ক হবে ৩(তিন)। আপনার দ্বিতীয় পচ্ছন্দের স্থানের নামের তালিকার কম্পনাঙ্ক হবে ৫, ৬, ৭ বা ৯। আপনার পক্ষে শুভ নয় সেই স্থান যার অম্পনাঙ্ক ৪ এবং ৮।

(৪) আপনি যদি যে কোনও মাসের ৫, ১৪, বা ২৩ তারিখে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে ৫(পাঁচ) কম্পনাঙ্কযুক্ত তারিখে জন্ম গ্রহণ করেছেন। প্রথমেই আপনি পচ্ছন্দ করবেন সেই নামের স্থানগুলি যার কম্পনাঙ্কও ৫(পাঁচ)। দ্বিতীয় পছন্দের স্থানের কম্পনাঙ্ক হল ১, ৩, ৬, ৭, ৮ ও ৯। মোটেই বাস করবেন না ২ এবং ৪ কম্পনাঙ্কযুক্ত স্থানে।

(৫) আপনি যদি ৬, ১৫ বা ২৪ তারিখে জন্ম গ্রহণ করেন, তা হলে আপনার জন্ম কম্পনাঙ্ক হল ৬(ছয়)। তাই যে স্থানে বাস করতে চান, সেই স্থানের নামের কম্পনাঙ্কও যেন ৬ হয়। আর ৬ না পেলে দ্বিতীয় পছন্দের স্থানের নামের তালিকায় রাখবেন ৩, ৪ বা ৯। ভুলেও ১ বা ৮ কম্পনাঙ্কযুক্ত নামের স্থানে বাস করবেন না।

(৬) আপনি যদি ৭, ১৬ বা ২৫ তারিখে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে ৭(সাত) কম্পনাঙ্কে জন্ম গ্রহণ করেছেন। প্রথমেই আপনি বাস করতে চেষ্টা করবেন সেই নামের স্থানে যার কম্পনাঙ্কও হবে ৭(সাত)। প্রথম পচ্ছন্দ না পেলে সেই নামের স্থান খুঁজুন যার কম্পনাঙ্ক হবে ২ বা ৩। তাই বলে ১ বা ৯ কম্পনাঙ্কযুক্ত স্থান একদমই না।

(৭) আপনি যদি কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্ম গ্রহণ করে থাকেন, তা হলে আপনার জন্ম কম্পনাঙ্ক ৮(আট)। আপনি যে স্থানে বাস করবেন তার নামের কম্পনাঙ্কও যেন ৮(আট) হয়, এটাই হবে প্রথম পচ্ছন্দ। এ বার আট কম্পনাঙ্কের নামের স্থান না পেলে দ্বিতীয় পচ্ছন্দ তালিকায় যে সব স্থানের নাম পাবেন তার কম্পনাঙ্ক হবে ১, ২ বা ৪। তাই বলে ৩ ও ৬ এর কম্পনাঙ্কযুক্ত স্থানে একদম বাস করবেন না।

(৮) আপনি যদি ৯, ১৮ বা ২৭ তারিখে যে কোনও মাসে জন্ম গ্রহণ করেন, তা হলে আপনার জন্ম সংখ্যার কম্পনাঙ্ক হবে ৯(নয়)। আপনি প্রথমেই সেই স্থানে বাস করবেন, যার নামের কম্পনাঙ্ক হবে ৯(নয়)। আবার নয় না পেলে দ্বিতীয় পছন্দ তালিকায় যে সব কম্পনাঙ্ক রয়েছে সে গুলি হল ১, ২, ৩ বা ৬। সাত(৭) কম্পনাঙ্কযুক্ত স্থানে বাস করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন