—প্রতীকী ছবি।
২৭ জুন পবিত্র রথযাত্রা। সেই দিন জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি বেড়াতে যান। বাংলা ও ওড়িশা-সহ দেশের নানা প্রান্তে এই দিন আড়ম্বরের সঙ্গে রথযাত্রা পালন করা হয়। রথযাত্রার দিন যদি নিষ্ঠাভরে ভগবান জগন্নাথের উপাসন করা যায়, তা হলে মনের সকল বাঞ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। জগন্নাথদেবের প্রিয় নানা জিনিস রয়েছে। সেগুলি যদি রথযাত্রার দিন তাঁকে দেওয়া যায় তা হলে জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। জেনে নিন সেগুলি কী কী।
রথযাত্রার দিন জগন্নাথদেবকে কী কী দেওয়া যেতে পারে?
সাদা রঙের সুগন্ধি ফুল: সাদা রং ও সুগন্ধ, উভয়ই জগন্নাথদেবের খুব প্রিয়। তাই এই দিন জগন্নাথকে অবশ্যই সাদা রঙের সুগন্ধযুক্ত ফুল, যেমন বেলি, জুঁই, গন্ধরাজ, রজনীগন্ধা প্রভৃতি দিন। এই সকল ফুলের মালাও পরাতে পারেন।
কলা: কলা জগন্নাথদেবের অতি প্রিয় একটি ফল। এই দিন তাই জগন্নাথকে অবশ্যই কলা ভোগ হিসাবে দিন।
তুলসীপাতা: তুলসীপাতা ছাড়া জগন্নাথের পুজো সম্পন্ন হয় না। তাই এই পুজোয় তুলসীপাতা অবশ্যই ব্যবহার করতে হবে। জগন্নাথদেব তুষ্ট হবেন।
কদমফুল: কদমফুল জগন্নাথদেবের অন্যতম প্রিয় একটি জিনিস। এই দিন তাঁকে কদমফুল দিয়ে সাজাতে পারলে খুব ভাল ফল পাওয়া যাবে।
মিষ্টি: জগন্নাথদেব মিষ্টি খেতে খুবই পছন্দ করেন। এই দিন বাড়িতে গরুর দুধের ক্ষীর বা পায়েস বানিয়ে জগন্নাথের সামনে ভোগ নিবেদন করতে পারলে খুব ভাল হয়। বাইরে থেকে নানা রকমের মিষ্টি, যেমন মালপোয়া, গজা, রাবড়ি প্রভৃতি দেওয়া যেতে পারে।