ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জ্যোতিষশাস্ত্রে ২৭টি নক্ষত্র রয়েছে। প্রত্যেকটি মানুষ এক-একটি নক্ষত্রের অধীনে থাকেন। ভিন্ন নক্ষত্রের মানুষ ভিন্ন স্বভাবের হন। এঁদের মধ্যে অন্যতম হল হস্তা নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট্য হল এঁরা অন্যদের তুলনায় কিছুটা ভিন্ন । চন্দ্র যেহেতু এই নক্ষত্রের অধিপতি তাই এই নক্ষত্রে জন্মানো জাতকরা হন খুব বুদ্ধিমান এবং সৃজনশীল। আরও কিছু গুণের অধিকারী হন এই নক্ষত্রের জাতকেরা। সাধারণত কন্যা রাশির জাতকেরা এই নক্ষত্রের অধিকারী হয়ে থাকেন।
দেখে নেব সেগুলি কী কী:
এই নক্ষত্রের জাতক-জাতিকারা খুবই বুদ্ধিমান এবং সৃজনশীল প্রকৃতির হওয়ার সঙ্গে সঙ্গে সমৃদ্ধ এবং সফল ব্যক্তিত্ব হন। এঁরা নিজের যে কোনও সিদ্ধান্ত খুব সহজ ও সঠিক ভাবে, কারও সাহায্য ছাড়াই নিয়ে নিতে পারেন। এ ছাড়া এঁরা জীবনে অতিমাত্রায় সাফল্য অর্জন করতে পারেন।
উচ্চাকাঙ্ক্ষী: এই নক্ষত্রের ব্যক্তিরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। নিজের পরিশ্রমে জীবনে সফল হন। এঁরা যে সিদ্ধান্ত এক বার নেন, সেটি থেকে এঁদের কখনওই সরানো যায় না। এঁদের চার পাশে কী চলছে না চলছে সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা এঁদের থাকে। এই নক্ষত্রের জাতক-জাতিকারা দৃঢ় চেতনাসম্পন্ন হন এবং উচ্চাকাঙ্ক্ষী হওয়ার ফলে সফলতার শীর্ষে পৌঁছতে পারেন।
পেশা: এঁরা শৃঙ্খলাবদ্ধ জীবন কাটাতে পছন্দ করেন। চাকরির থেকে ব্যবসায় অধিক সফলতা অর্জন করেন। কখনও অযথা সময় নষ্ট করেন না। যতটুকু সম্ভব সময়কে কাজে লাগায়। স্বপ্ন পূরণের জন্য যত পরিশ্রম করতে হোক না কেন করেন। নিজেও ভুল করে না, কারও ভুল সহ্যও করতে পারেন না। লক্ষ্যপূরণ করেই শান্ত হন এঁরা।