—প্রতীকী ছবি।
যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করে, তখনই সেটির কিছু না কিছু প্রভাব আমাদের উপর পড়ে। গ্রহের স্থান পরিবর্তন একটি সাধারণ বিষয়। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, সৌরজগতে সমস্ত গ্রহই তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিপাশে অবিরাম ঘুরে চলেছে। জ্যোতিষমতে, প্রদক্ষিণকালে সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। জ্যোতিষশাস্ত্রে চাঁদ ও সূর্যকেও গ্রহ হিসাবে গণ্য করা হয়। কারণ কোনও ব্যক্তির জীবনে এরাও গ্রহের ন্যায় ফল দান করে। যদিও গ্রহেরা স্থান পরিবর্তন করার ফলে যে কেবল খারাপই হয় এই ধারণা সম্পূর্ণ ভুল। গ্রহেরা স্থান পরিবর্তন করলে অনেকের কপালে সুদিনও নেমে আসে। নভেম্বরে কোন কোন গ্রহ কবে স্থান পরিবর্তন করছে জেনে নিন।
নভেম্বরে স্থান পরিবর্তন করা গ্রহদের তালিকা:
ফলাফল:
কেউ যেমন ভাল ফল পাবেন, তেমনই অনেকের ক্ষেত্রে গ্রহের স্থান ও অভিমুখ পরিবর্তন সমস্যার সৃষ্টি করবে। আর্থিক ক্ষেত্র থেকে সম্পর্কক্ষেত্র, সবেতেই সমস্যার সৃষ্টি হতে পারে। আবার সর্ব ক্ষেত্রে দারুণ ফলও লাভ হতে পারে। পুরোটাই নির্ভর করছে জন্মছকের উপর। সামাজিক ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। খুব প্রয়োজন না পড়লে এই মাসে দূরে কোথাও ভ্রমণ না করাই শ্রেয় হবে বলে মনে করা হচ্ছে।