Diamond Wearing Astrology
জীবন যেমন সুন্দর করে দেয়, তেমনই কপালে দুর্ভোগ আনতেও সক্ষম হিরে! সঠিক উপায় মেনে ধারণ না করলেই বিপদ
হিরের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতাও রয়েছে। হিরে যদি ভাগ্যে সয়, তা হলে জীবনে সুখশান্তি ভরে ওঠে। যদিও সঠিক নিয়ম মেনে না পরলে কিছুই হবে না।
হিরে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই রয়েছেন। প্রায়
সকলেই চান উজ্জ্বল এই রত্নের একটা গয়না যেন তাঁদের সংগ্রহে থাকে। তা সে একটা ছোট্ট
নাকছাবি হলেও চলবে। কিন্তু হিরে তো হিরেই হয়। তবে জমকালো এই রত্নের কিন্তু ভাগ্য
বদলে দেওয়ার ক্ষমতাও রয়েছে। হিরে যদি ভাগ্যে সয়, তা হলে জীবনে সুখশান্তিতে ভরে ওঠে। যদিও
সঠিক নিয়ম মেনে না পরলে কিছুই হবে না। উপরন্তু ভালর বদলে খারাপ হতে পারে। হিরে
পরার সময় কী কী নিয়ম মেনে পরতে হবে জেনে নিন।
হিরে ধারণের নিয়ম:
- হিরে কেনার সময় অবশ্যই তার স্বচ্ছতা, রং,
কাটিং এবং ক্যারেট পরখ করে নিতে হবে।
- সোনা বা প্ল্যাটিনাম ধাতুর সঙ্গে হিরে ধারণ শুভ বলে মনে করা
হয়। তবে এটি ব্যক্তিবিশেষে বদলাতে পারে, তাই এক বার জ্যোতিষীর পরামর্শ নিয়ে
নেওয়াই শ্রেয়।
- হিরে কিনে আনার পর সেটিকে সারা রাত নুনজলে ভিজিযে রাখতে
হবে। তার পর সেটিকে ধারণ করতে হবে।
- যে কোনও বয়সি ব্যক্তিরা হিরা ধারণ করতে পারেন না। বিশেষ করে
নাবালকদের এই রত্ন ধারণ করা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। ২১ থেকে ৫০ বছর বয়সিরা
হিরা পরতে পারেন।
- সর্বদা সূর্যাস্তের পর হিরে গায়ে তোলা উচিত। সূর্যের আলো থাকাকালীন হিরে
পরা উচিত নয়। এতে পূর্ণ সুফল প্রাপ্ত হয় না।
- হিরে ধারণের পূর্বে শুক্রের মন্ত্র জপ করে তার পর সেটি পরতে
পারলে খুবই ভাল হয়। এতে রত্নটির শুভ শক্তি দানের ক্ষমতা বৃদ্ধি পায় বলে বিশ্বাস
করা হয়।