Career Horoscope

নভেম্বরে গ্রহের অবস্থান অনুযায়ী সব রাশির জীবনেই নানা পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে কে কেমন ফল পাবেন?

নভেম্বরে গ্রহের বিভিন্ন অবস্থানের কারণে সব রাশির জীবনেই নানা ক্ষেত্রে পরিবর্তন দেখা দেবে। কেউ কর্মক্ষেত্রে দারুণ ফল পাবেন। কেউ পাবেন না।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৭:২৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নভেম্বর মাসে বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশিতে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। মাসের প্রথম দিন শুক্র অবস্থান করবে কন্যা রাশিতে, ২ নভেম্বর শুক্র রাশি পরিবর্তন করে নিজক্ষেত্র তুলায় এবং ২৬ নভেম্বর বৃশ্চিকে গমন করবে। তুলা রাশিতে অবস্থান করবে রবি। ১৬ নভেম্বর রবি রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক রাশিতে একত্রে অবস্থান করবে মঙ্গল এবং বুধ। বুধ বক্রগতি প্রাপ্তির কারণে ২৩ নভেম্বর তুলা রাশিতে পুনর্গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে অবস্থান করবে শনি। গ্রহের বিভিন্ন অবস্থানের কারণে সব রাশির জীবনেই নানা ক্ষেত্রে পরিবর্তন দেখা দেবে। কেউ কর্মক্ষেত্রে দারুণ ফল পাবেন। কেউ পাবেন না। কার ভাগ্যে কী রয়েছে রাশি মিলিয়ে দেখে নিন।

Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় মেষ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা লাভ করবেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম। সতর্ক থাকতে হবে, অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

Advertisement

মিথুন রাশি: নভেম্বরে মিথুন রাশির কর্মক্ষেত্রে শনির অবস্থান হলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে। চিন্তার কোনও কারণ নেই।

কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে আশানুরূপ সফলতা প্রাপ্তি না হলেও, শেষ ভাগে সফলতা প্রাপ্তি হবে।

সিংহ রাশি: নভেম্বরে সিংহ রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত বিষয়ে তেমন কোনও সমস্যার আশঙ্কা নেই।

তুলা রাশি: নভেম্বরে তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এবং সফল হবেন।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিক রাশিকে কর্মক্ষেত্রে পূর্ণ সুফল এবং সফলতা থেকে বঞ্চিত করবে। সচেতন থাকুন। সহকর্মীরা আপনার বিরুদ্ধে যেতে পারেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের নভেম্বর মাসে কর্মক্ষেত্রে আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশি: মাসের প্রথম ভাগে মকর রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকলেও পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল প্রাপ্তি হবে।

কুম্ভ রাশি: কুম্ভর কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকার কারণে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটবে।

মীন রাশি: নভেম্বর মাসে মীন রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement