ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বহু মানুষের শরীরেই জন্মদাগ থাকে। তবে সকলের যে একই স্থানে থাকে তা কিন্তু নয়। কারও কোমরে, কারও কানে, কারও আবার পেটে। ভিন্ন ভিন্ন মানুষের শরীরে পৃথক পৃথক স্থানে জন্মদাগ থাকতে পারে। শরীরে থাকা জন্মদাগ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিচয় রক্ষা করতেও সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের শরীরে থাকা জন্মদাগের বিচার করে তাঁদের চরিত্র, পূর্বজন্মের কথা প্রভৃতি সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া যায়। মেয়েদের শরীরের নানা স্থানে থাকা জন্মদাগের মাহাত্ম্য বিশেষ। সেগুলি আলাদা আলাদা অর্থ বহন করে। শাস্ত্র সে সম্বন্ধে কী জানাচ্ছে জেনে নিন।
মেয়েদের শরীরের বিভিন্ন স্থানে থাকা জন্মদাগের অর্থ কী?
ডান কানের পিছনে: যে সকল মেয়েদের ডান কানের পিছনে জন্মদাগ থাকে, তাঁরা অত্যন্ত বুদ্ধিমতি হন। এঁরা যে কোনও বিপদ তাঁদের দিকে আসার আগেই সেটি বুঝতে পারেন। ফলত সময় থাকতে সচেতন হয়ে যান। এই সকল মেয়েদের বোকা বানানো সহজ কাজ না। বুদ্ধিই তাঁদের সবচেয়ে বড় অস্ত্র। সেটির দ্বারা এই মেয়েরা যে কোনও পরিস্থিতি থেকে নিজেদের বার করে আনতে পারেন।
কোমরের কাছে: শিরদাঁড়ার নীচের অংশে, কোমরের কাছে যে সকল মেয়েদের জন্মদাগ থাকে, তাঁরা অত্যন্ত শান্ত প্রকৃতির হন। তবে প্রয়োজনে চণ্ডী রূপ ধারণ করতেও পিছপা হন না। এঁরা অত্যন্ত প্রতিশোধপরায়ণ হন। এঁদের সঙ্গে কেউ খারাপ না করলে এঁরাও তাঁর খারাপ করতে যান না। তবে এই সকল মেয়েদের সঙ্গে ভুল কিছু করলে এঁরা ছেড়ে কথা বলেন না। প্রতিশোধ নিয়ে তবেই শান্ত হন।
বাঁ দিকে স্তনের নীচে: বাঁ দিকে স্তনের নীচে যে সকল মেয়ের জন্মদাগ থাকে, তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন। যদিও এঁদের সম্পর্কভাগ্য খুব একটা ভাল হয় না। মানুষকে ভালবেসে এঁদের বার বার ঠকতে হয়। ফলত একটা সময় পর গিয়ে এঁরা ভালবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। তবে এঁরা একদমই প্রতিশোধপরায়ণ হন না। কেউ এঁদের সঙ্গে খুব খারাপ কিছু করলেও এঁরা সেটা মাথা পেতে সহ্য করে নেন।
মাথায়: মাথায় জন্মদাগ থাকা জাতিকারা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত হন বলে মনে করা হয়। এঁরা নিজের ভাগ্য নিজে তৈরি করেন। কর্মক্ষেত্রে দারুণ সফলতা পান। নিজের কথা দিয়ে অপরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন। এই সকল মেয়েদের অপরের ভরসায় জীবন কাটাতে হয় না। জন্ম থেকেই এঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা থাকে বলে বিশ্বাস করা হয়।
ঊরুতে: ঊরুতে জন্মদাগ থাকা মেয়েরা স্বাধীনচেতা প্রকৃতির হন। এঁদের কোনও নিয়মের বেড়াজালে আটকানো যায় না। নিজেদের যেটা ঠিক মনে হয়, এঁরা সেটাই করেন। তবে ভালবাসার মানুষের জন্য এঁরা যা কিছু করতে পারেন। এঁদের মতো করে ভালবাসতে খুব মানুষই পারেন। প্রয়োজনে ভালবাসার মানুষটির জন্য লড়াই করতেও রাজি আছেন এই মেয়েরা।