Numerological Tips For Money

অখণ্ড চাল থেকে তেজপাতা, জন্মসংখ্যা মেনে মানিব্যাগে বিশেষ কিছু জিনিস রাখলেই কেল্লাফতে! পকেট কখনও ফাঁকা হবে না

আমাদের জন্মসংখ্যা মেনে কিছু কাজ যদি আমরা করি তা হলে কপালের হাল ফেরানো সম্ভব। শাস্ত্র জানাচ্ছে, সংখ্যাতত্ত্বের সাহায্যে অর্থভাগ্যও বদলে দেওয়া যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:৩৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে এক জন ব্যক্তির নানা বিষয় সম্বন্ধে একটা ধারণা দেওয়া সম্ভব। সম্পর্কক্ষেত্র, আর্থিক অবস্থা, কর্মক্ষেত্র প্রভৃতি সব কিছু সম্বন্ধেই নানা অজানা কথা বলে দেওয়া সম্ভব। আমাদের জন্মসংখ্যা মেনে কিছু কাজ যদি আমরা করি তা হলে কপালের হাল ফেরানো সম্ভব। শাস্ত্র জানাচ্ছে, সংখ্যাতত্ত্বের সাহায্যে অর্থভাগ্যও বদলে দেওয়া যেতে পারে। জন্মসংখ্যা অনুযায়ী নির্দিষ্ট কিছু জিনিস যদি আমাদের মানিব্যাগে রাখা যায় তা হলে অর্থাভাব জীবন থেকে চিরতরে বিদায় নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মানিব্যাগে রাখতে অসুবিধা হলে টাকা রাখার জায়গায় বা সিন্দুকেও জিনিসগুলি রাখা যেতে পারে। তবে এর আগে নিজের জন্মসংখ্যা কী সেটা বিচার করে নেওয়া জরুরি।

Advertisement

জন্মসংখ্যা অনুযায়ী কোন জিনিসগুলি ব্যাগে রাখতে হবে?

১: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ১ তাঁরা টাকা নিজের দিকে আকৃষ্ট করার জন্য অল্প হলুদ মেশানো অখণ্ড চাল নিজের মানিব্যাগে বা সিন্দুকে রাখতে পারেন। টাকার অভাব আর কখনও কাছে ঘেঁষতে পারবে না।

Advertisement

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সিন্দুকে বা মানিব্যাগে অর্থ আকৃষ্ট করার জন্য রুপোর কয়েন রাখতে পারেন। সেই কয়েনে যদি মা লক্ষ্মী ও গণপতির ছবি খোদাই করা থাকে তা হলে তো খুবই ভাল হয়।

৩: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৩ তাঁরা নিজেদের মানিব্যাগে বা টাকা রাখার জায়গায় হলুদ কাপড়ের টুকরো বা হলুদ রঙের রুমাল রাখতে পারেন। দারুণ উন্নতি হবে।

৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিজেদের অর্থভাগ্য উন্নত করার জন্য টাকা রাখার জায়গায় বা মানিব্যাগে ময়ূর বা পায়রার ছোট আকৃতির পালক রাখতে পারেন।

৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা মানিব্যাগে সর্বদা পাঁচটি এলাচ রেখে দেবেন। অর্থভাগ্যের চোখে পড়ার মতো উন্নতি হবে। মানিব্যাগ কখনও অর্থশূন্য হবে না।

৬: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ৬ তাঁরা নিজেদের মানিব্যাগে বা টাকা রাখার জায়গায় ছোট আকৃতির স্ফটিক (ক্রিস্টাল) রেখে দেখতে পারেন। খুব ভাল ফল পাবেন।

৭: অর্থভাগ্যের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও উন্নতি করতে ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজেদের মানিব্যাগে কর্পূর রাখতে পারেন। এতে ভাগ্যের হাল শীঘ্রই বদলাবে।

৮: ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজেদের মানিব্যাগে তেজপাতার টুকরো রাখতে পারেন। অর্থকষ্ট জীবন থেকে চিরতরে বিদায় নেবে।

৯: জীবনে সমৃদ্ধি আনতে ও অর্থভাগ্য বদলাতে ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মানিব্যাগে হলুদ গাছের শিকড় রাখতে পারেন। এর ফলে কাজের জায়গায় নানা সুযোগ পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement