আমাদের জীবনে খারাপ সময় যেমন হঠাৎ
আসে, তেমনই ভাল সময়ও আসার আগে জানান দেয় না। সেই কারণে আমরা বুঝেও উঠতে পারি না যে
ভাগ্যের পরিবর্তন ঘটল কি না। সময় পরিবর্তনশীল। খারাপ সময়কে যেমন আমরা এড়িয়ে চলতে
পারব না, তেমনই ভাল সময়ও আমাদের থেকে সর্বদা মুখ ফিরিয়েই থাকবে এই ধারণা ঠিক নয়। দুঃসময়
কাটিয়ে ওঠার জন্য আমরা অনেক উপায়ই মেনে থাকি। কিন্তু ফল পাচ্ছি কি না সেটা বুঝে
উঠতে পারি না। ফলত মনে হয় সবই ভ্রান্ত। কিন্তু সুসময় আপনার কাছে আসছে কি না সেটা
বোঝারও বেশ কিছু উপায় রয়েছে। সেগুলি নজরে রাখলেই আর হতাশ হতে হবে না। জেনে নিন
উপায়গুলি কী কী।
ভাল সময় আসছে কি না কী করে বুঝবেন?
- ঘুমের মধ্যে স্বপ্নে যদি কোনও মন্ত্র
শুনতে পান, বিশেষ করে রাম নাম বা ‘ওম’ ধ্বনি শুনতে পেলে বুঝবেন সুসময় আপনার থেকে খুব
একটা দূরে নেই। জীবনের দুর্দশা কেটে গিয়ে সুদিন শুরু হল বলে।
- যদি কোনও কারণ ছাড়াই ব্রাহ্মমুহূর্তে
ঘুম ভেঙে যায় তাহলেও নিজেকে ভাগ্যবান মনে করবেন। অনেকেই মনে করেন যে সেই সময় ঘুম
ভাঙা শুভ লক্ষণ নয়, তখন অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায়। তবে এই ধারণা সম্পূর্ণ
ভুল। এই সময় ঘুম ভেঙে যাওয়া মানে শীঘ্রই আপনার সঙ্গে ভাল কিছু ঘটতে চলেছে।
- পুরুষদের ডান চোখ বা শরীরের ডান
পার্শ্বের কোনও অঙ্গ কাঁপলে এবং মেয়েদের বাঁ দিক বা বাঁ পার্শ্বের কোনও অঙ্গ কাঁপাও
শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রমতে, আমাদের সঙ্গে ভাল কিছু ঘটতে
চলার লক্ষণ এটি।
- বাড়িতে অশান্তির পরিবেশ কেটে গিয়ে
সকলের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে থাকলেও বুঝবেন যে ভাল সময় আসছে। এটিও
একটি শুভ লক্ষণ।
- বাড়িতে থাকা কোনও ফুলের গাছ, যাতে বহু
দিন কোনও ফুল ফুটছিল না কিন্তু হঠাৎই ফুল ধরছে, বা ঠাকুরের সামনে অনেক ক্ষণ ধরে
প্রদীপ জ্বলে থাকলেও বুঝবেন ভাগ্যের উন্নতি ঘটছে।