Strong Willed Zodiac Signs

সমস্ত বাধা পেরিয়ে লক্ষ্যপূরণের পথে এগিয়ে যায়, হোঁচট খেলেও উঠে দাঁড়ায়! থেমে যাওয়া চার রাশির প্রকৃতিতে নেই

জটিল অবস্থায় মাথা শান্ত রাখতে পারেন না সকলে। তবে রাশিচক্রের চার রাশি কঠিন সময়েও মাথা ঠান্ডা রেখে চলেন। ঘাবড়ে যাওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা যে কোনও পরিস্থিতিতে মাথা শান্ত রেখে কাজ করে যেতে পারেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৮
Share:

—প্রতীকী ছবি।

মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা সকলের থাকে না। জটিল অবস্থায় মাথা শান্ত রাখতে পারেন না সকলে। বেশির ভাগ মানুষই ঘাবড়ে যান। তবে রাশিচক্রের চার রাশি কঠিন সময়েও মাথা ঠান্ডা রেখে চলেন। ঘাবড়ে যাওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা যে কোনও পরিস্থিতিতে মাথা শান্ত রেখে কাজ করে যেতে পারেন। চট করে ভেঙে পড়েন না। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।

Advertisement

কোন চার রাশির ব্যক্তিরা চট করে ভেঙে পড়েন না?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতক-জাতিকারা মানসিক দিক থেকে অত্যন্ত দৃঢ় হন। এঁরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন। যে কোনও পরিস্থিতির জন্য এঁরা সদা প্রস্তুত। তবে এঁদের এই স্বভাবের জন্য আশপাশের মানুষেরা মেষ রাশির জাতক-জাতিকাদের রূঢ় ভাবেন। তবে তাতে এঁদের কিছু যায়-আসে না। যদিও সহমর্মী না হওয়ার জন্য এঁদের মাঝেমধ্যে বিপদের মুখে পড়তে হয়।

Advertisement

সিংহ: সূর্যের রাশি সিংহের কর্মদক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনই তাঁদের মানসিক দৃঢ়তাও চোখে পড়ার মতো। পরিস্থিতি যত কঠিনই হোক, এঁরা কখনও ভেঙে পড়েন না। তবে কাছের মানুষদের প্রতি এঁরা অত্যন্ত সহানুভূতিশীল হয়ে থাকেন। সিংহ রাশির ব্যক্তিরা খুব ভাল কথা বলতে পারেন। ভাল কথা বলার ক্ষমতার জন্যও এঁরা নানা কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত জটিল প্রকৃতির হন। এঁদের মনে কী চলছে সেটা সহজে বোঝা যায় না। কর্মক্ষেত্রে এঁরা সব কিছু গোপন রেখে চলতে ভালবাসেন। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সীমারেখা মেনে চলেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। এঁরা কখনও কারও সামনে নিজের মনে আসলে কী চলছে সেটার পুঙ্খানুপুঙ্খ প্রকাশ ঘটান না। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত কর্মঠ হন।

ধনু: কঠিন পরিস্থিতিতে ধনু রাশির ব্যক্তিরা সহজে বিচলিত হন না। এঁরা নতুন জিনিস জানা ও শেখার ব্যাপারে আগ্রহী হন। এই আগ্রহ তাঁদের উন্নতির পথে এগিয়ে নিয়ে চলে। এঁরা কখনও পরিশ্রম করতে ভয় পান না। কোনও উদ্দেশ্য পূরণের জন্য যত খাটনির প্রয়োজনই হোক না কেন, এঁরা খাটতে রাজি রয়েছেন। ধনু রাশির ব্যক্তিরা সর্বদা নিজের মতামত ও ভাবনায় স্থির থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement