—প্রতীকী ছবি।
ভোলেবাবাকে দেবতাদেরও দেবতা হিসাবে গণ্য করা হয়। তাই তিনি দেবাদিদেব নামে পরিচিত। তাঁর উপাসনা যদি সঠিক উপায় মেনে, নিষ্ঠাভরে করা যায়, তা হলে ফলপ্রাপ্তি নিশ্চিত। যদিও শিবকে তুষ্ট করা কঠিন কাজ নয়, তবে পবিত্র মনে শিবকে না ডাকলে ফলপ্রাপ্তিতে বাধা আসা স্বাভাবিক। সোমবার দিনটি শিবের বার নামে পরিচিত। এই দিন শিবের উপাসনা করার জন্য আদর্শ। তার উপর এই দিন যদি শিবের ব্রত পড়ে, তা হলে তো কথাই নেই। মন দিয়ে এই ব্রত পালন করলে মহাদেব নিশ্চই আপনার কথা শুনবেন।
প্রতি মাসের যে সোমবার ত্রয়োদশী তিথি পড়ে, সেই সোমবার পালিত হয় প্রদোষ ব্রত। এক মাসে দু’বারও এই ব্রত পালনের দিন পড়তে পারে, কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে। প্রদোষ শব্দের অর্থ হল সন্ধ্যার ঠিক আগের সময়, অর্থাৎ গোধূলি। এই সময়টি শিবের উপাসনা করার জন্য আদর্শ বলে মনে করা হয়। বিশেষ করে যে সোমবার প্রদোষ ব্রত পড়ে, সেই দিন গোধূলিতে শিবের মাথায় জল ঢাললে দারুণ ফল পাওয়া যায়।
নভেম্বরে কবে পড়েছে প্রদোষ ব্রত?
৩ নভেম্বর পড়েছে প্রদোষ ব্রত। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে সোমবার ভোর ৫টা ৭ মিনিটে, তিথি শেষ হচ্ছে মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ রাত ২টো ৫ মিনিটে। মঙ্গলবার তিথি থাকলেও সোমবারই এই ব্রত পালন করতে হবে।
সোম প্রদোষ ব্রত পালনের নিয়ম:
ব্রত পালনে ফলাফল:
সোম প্রদোষ ব্রত পালন করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। মনের মতো স্বামী লাভ হয়। সম্পর্কের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া কর্মক্ষেত্রেও উন্নতি হয়। জীবনে আর্থিক স্বচ্ছলতা লাভ করা যায়। শিবের কৃপায় সকল ঝঞ্ঝাট কেটে গিয়ে সুখের সময় শুরু হয়।