Zodiac Signs Attracted to Nightmares

প্রায় প্রতি রাতেই চোখ বুজলে দুঃস্বপ্ন হানা দেয়, স্বপ্নের ‘জুজু’ ভালবাসে পাঁচ রাশির ব্যক্তিদের! নেপথ্যে কী কারণ?

শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা অন্যদের তুলনায় বেশি খারাপ স্বপ্ন দেখে। এই সকল ব্যক্তির রাশি খারাপ স্বপ্নের প্রতি বেশি আকৃষ্ট বলে মনে করা হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৫:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি। কিছু স্বপ্ন আছে যা দেখলে মন ভাল হয়ে যায়, তেমনই কয়েকটি স্বপ্ন মনে শঙ্কার সৃষ্টি করে। ভয়ের স্বপ্ন দেখলে বেশির ভাগ মানুষেরই ঘুম ভেঙে যায়। মনে একটা চিন্তা কাজ করে যে খারাপ কিছু হতে চলেছে কি না। শাস্ত্র জানাচ্ছে রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা অন্যদের তুলনায় বেশি খারাপ স্বপ্ন দেখে। এই সকল রাশির ব্যক্তিরা খারাপ স্বপ্নের প্রতি বেশি আকৃষ্ট বলে মনে করা হয়। যদিও তাঁরা যে ভাল স্বপ্ন কখনওই দেখেন না তা নয়। তবে খারাপ স্বপ্ন আসার প্রবণতাই বেশি দেখা যায়। জেনে নিন তালিকায় কারা।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা খারাপ স্বপ্নের শিকার?

কর্কট: কর্কট রাশির ব্যক্তিরা সাধারণ ভাবেই প্রচণ্ড আবেগতাড়িত হন। নিজেদের বাস্তব বুদ্ধি দিয়ে এঁরা কোনও কিছুর বিচার করেন না। বদলে আবেগের উপর ভর করেই সব কিছু নিয়ে ভাবেন। সেই কারণে রাতে ঘুমোনোর সময় এঁদের পুরনো ব্যথা সংক্রান্ত খারাপ স্বপ্ন দেখে থাকেন। এই রাশির ব্যক্তিদের মনের কোণে জমে থাকা ব্যথাগুলো দুঃস্বপ্ন রূপে ফিরে আসে বলে মনে করা হয়।

Advertisement

কন্যা: যে কোনও বিষয় নিয়ে প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করতে ভালবাসেন কন্যা রাশির জাতক-জাতিকারা। এঁরা সব কিছুতে শ্রেষ্ঠ হতে চান। সেই কারণে কন্যা রাশির ব্যক্তিরা সর্বদা নিজেদের অযথা চাপের মধ্যে রেখে দেন। তাঁদের সেই অতিরিক্ত চাপই দিনশেষে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। কাজের জায়গায় তাঁদের টপকে কেউ এগিয়ে যাচ্ছেন, কোনও প্রতিযোগিতায় তাঁরা হেরে যাচ্ছেন, এই ধরনের স্বপ্ন এঁরা প্রায়ই দেখে থাকেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরাও আবেগের দাস। এই রাশির ব্যক্তিরা একটু চাপা স্বভাবেরও হন। কোনও ব্যাপার যদি এঁদের খারাপ লাগে তা হলে সেটা এঁরা মুখ ফুটে কখনও বলেন না। সবটাই জমিয়ে রেখে দেন। তাঁদের এই জমে থাকা কষ্টই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন রূপে হানা দেয়। বৃশ্চিক রাশির ব্যক্তিরা তাই অন্যদের তুলনায় একটু বেশিই খারাপ স্বপ্নের শিকার হন।

মকর: খারাপ স্বপ্ন দেখার দৌড়ে এগিয়ে রয়েছেন মকর রাশির ব্যক্তিরাও। এঁরাও চাপা স্বভাবের হন। কারও কোনও কথা, ব্যবহার খারাপ লাগলেও সেটা এঁরা নিজেদের মনে চেপে রেখে দেন। মনের কথা সহজে সকলের সামনে প্রকাশ করেন না মকর রাশির ব্যক্তিরা। তাই ঘুমের মধ্যে নানা উদ্ভট স্বপ্ন দেখে থাকেন এঁরা। কিছু উদ্ভট স্বপ্ন এঁদের মনে ভয়ও ধরায়।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা জাগ্রত অবস্থাতেও স্বপ্নের জগতে বিচরণ করেন। এঁরা বাস্তব দুনিয়া থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রেখেই চলেন। সর্বদা নিজেদের ভাবনার জগতে ডুবে থাকতে পছন্দ করেন মীন রাশির ব্যক্তিরা। সেটা নিয়ে মাঝেমধ্যে ভয়ও পান এঁরা, পাছে যদি বাস্তবমুখী না হওয়ায় অপরের থেকে পিছিয়ে পড়তে হয় এই ভাবনায়। আর তাঁদের এই ভাবনাই রাতে ঘুমের সময় দুঃস্বপ্ন রূপে হানা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement