ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার রাসযাত্রা। বিশেষ এই অনুষ্ঠান রাসপূর্ণিমা নামেও পরিচিত। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে রাসযাত্রা অতি গুরুত্বপূর্ণ একটা উৎসব। ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে, এই দিন রাধাকৃষ্ণের রাসলীলায় বৃন্দাবন মেতে উঠেছিল। রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয়। এই দিন বিশেষ কিছু টোটকা পালন করার মাধ্যমে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যায়। এরই সঙ্গে নিজের ভাগ্যের হালও বদলে ফেলা সম্ভব।
টোটকা:
১) এই দিন বাড়ির তুলসীগাছটিকে হলুদ রঙের কাপড় দিয়ে মুড়ে সেটিতে যে কোনও হলুদ ফুলের মালা পরিয়ে রাখুন।
২) বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকলে সেটির সামনে ধূপকাঠি ও দু’টি ঘিয়ের প্রদীপ জ্বালুন।
৩) এই দিন রাধাকৃষ্ণকে নিজের হাতে তৈরি করে ছানার কোনও মিষ্টান্ন ভোগ দিন।
৪) রাসযাত্রার দিন মনের ইচ্ছা পূরণ করতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত্র পরে পুজো করুন। সম্ভব হলে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকেও নতুন বস্ত্র পরান।
৫) এই দিন বাড়িতে ব্রাহ্মণভোজন করান এবং তাঁদের নতুন বস্ত্র ও গীতা দান করুন।
৬) এই দিন বাড়িতে নামকীর্তন দেওয়া খুবই শুভ বলে মানা হয়।
৭) রাসযাত্রায় রাধাকৃষ্ণের পুজোয় অবশ্যই নৈবেদ্য হিসাবে মালপোয়া, পুরভরা লুচি, পাঁচ রকম ভাজা, কাজুবাদাম, কিশমিশ, সাদা মিষ্টি, পাঁচ রকম ফল, খই, দুধ, দই এবং পাঁচটা এলাচ দিন।
8) এই দিন বাড়িতে সকাল ও সন্ধ্যায় গীতাপাঠ করা খুবই শুভ বলে মানা হয়।
৯) এই দিন রাধাকৃষ্ণকে ডাবের জল অবশ্যই নিবেদন করুন।
১০) রাসপূর্ণিমার দিন চন্দ্রদেবের উপাসনা করাও খুব শুভ বলে মানা হয়।