ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হাতে টাকাপয়সা না থাকলে কোনও কিছুই যেন ভাল লাগে না। অর্থ সংক্রান্ত চিন্তায় প্রায় সকল মানুষই ভোগেন। যে ব্যক্তির কাছে প্রচুর টাকা রয়েছে, তিনিও ভাবেন আরও টাকা কী করে আয় করা সম্ভব। নতুন মাস পড়লেই এই মাসে আদৌ কিছু টাকা সঞ্চয় করা যাবে কি না সেই সংক্রান্ত চিন্তা মাথায় ঘুরতে থাকে। সেই ক্ষেত্রে মাসের শুরুতেই যদি জেনে নেওয়া যায় যে এ মাসে অর্থভাগ্যে কী রয়েছে তা হলে অনেকটা চিন্তামুক্তি ঘটে। একই সঙ্গে বেশি টাকা খরচের আশঙ্কা থাকলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যায়। নভেম্বর মাসে কোন রাশির অর্থভাগ্যে কী রয়েছে সেই ব্যাপারে হদিস দিলেন জ্যোতিষী।
মেষ রাশি: নভেম্বরে মেষ রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে রাহুর অবস্থান রয়েছে। ফলত পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, একটু চাপ থাকতে পারে। তবে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ রাশি: আয়ের ক্ষেত্রে শনির অবস্থান থাকলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃষ রাশিকে শুভ ফল দান করবে। বহু দিন ধরে আটকে থাকা টাকা এই মাসে আপনার হাতে আসতে পারে। চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে আশানুরূপ সফলতা প্রাপ্তি না হলেও, শেষ ভাগে আয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে। মাসের প্রথম দিকে বুঝে খরচ করুন।
কর্কট রাশি: নভেম্বরে কর্কটের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। আয়ের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের এই মাসে আয়ের ক্ষেত্রে বা আয় সংক্রান্ত বিষয়ে তেমন কোনও সমস্যার আশঙ্কা নেই। বুঝেশুনে খরচ করলেই ভাল সঞ্চয় করতে পারবেন।
কন্যা রাশি: নভেম্বরে কন্যার আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন। চিন্তার কোনও কারণ নেই।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় পূর্ণ সুফল প্রাপ্তি হবে না। আয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। নভেম্বরে ব্যয় বেশি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: এই মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। বুঝেশুনে খরচ করুন। বিনিয়োগ করেও মনের মতো মুনাফা না পাওয়ার আশঙ্কা প্রবল।
ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বিভিন্ন সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল প্রাপ্তি হবে।
মকর রাশি: নভেম্বরে মকর রাশির জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় আয় সংক্রান্ত বিষয়ে খুব ভাল ফল পাবেন।
কম্ভ রাশি: কুম্ভ রাশির ব্যক্তিদের এই মাসে আয়ের ক্ষেত্র শুভ বলা যায়। তেমন কোনও জটিলতার আশঙ্কা নেই।
মীন রাশি: নভেম্বরে মীনের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় খুব ভাল ফলপ্রাপ্তি ঘটবে। চিন্তার কোনও কারণ নেই।