ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বাড়িতে নানা কারণে নেগেটিভ শক্তির প্রকোপ পড়তে পারে। বেশির ভাগ ক্ষেত্রে নেপথ্যে আমাদের করা কিছু ভুল কাজই দায়ী হয়। তবে আমরা সব কিছু ঠিকঠাক করলেও যে নেগেটিভ শক্তি হানা দেবে না তা কিন্তু নয়। অনেক সময় কোনও অপর ব্যক্তির দ্বারাও আমাদের ঘরে অশুভ শক্তি প্রবেশ করে। এর ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু আমাদের বাড়িতে অশুভ শক্তি আছে কি না সেটা বোঝার জন্য সর্বদা জ্যোতিষী বা কোনও অভিজ্ঞ ব্যক্তিকে ডেকে আনা সম্ভব হয়ে ওঠে না। তা বলে যে ছন্নছাড়া জীবন মেনে নিয়েই এগিয়ে যেতে হবে তেমনটা নয়। বেশ কিছু ঘটনা রয়েছে যা বাড়িতে নেগেটিভ শক্তির প্রকোপ বাড়লে ঘটে। সেই ঘটনাগুলি লক্ষ করলেই বোঝা যাবে। জেনে নিন সেগুলি কী কী।
বাড়িতে কোন ঘটনাগুলি ঘটলে বুঝবেন অশুভ শক্তির উপস্থিতি রয়েছে?
বৈদ্যুতিন যন্ত্র খারাপ হলে: কোনও জিনিসই সারা জীবন চলে না, একটা সময় পর সেটি খারাপ হওয়াই স্বাভাবিক। বৈদ্যুতিন যন্ত্রও একটা সময় পর গিয়ে খারাপ হবেই। তবে বাড়ির আলো, পাখা বা বিদ্যুৎ দ্বারা চালিত অন্যান্য যন্ত্রপাতি যদি ঘন ঘন খারাপ হয়ে যায় তা হলে সেটি কোনও সাধারণ লক্ষণ নয়। এ রকম হতে দেখলে সতর্ক হতে হবে। এর অর্থ হতে পারে যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বিদ্যুৎশক্তিও ঠিকঠাক ভাবে চালিত হতে পারছে না।
ছায়া দেখা: ঘরে হয়তো আপনি একাই আছেন, তা সত্ত্বেও কারও একটা উপস্থিতি অনুভব করছেন। কিংবা যেখানে-সেখানে ছায়া দেখতে পাচ্ছেন। এর অর্থ হতে পারে কোনও অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করেছে। এমন হলে শীঘ্রই বাস্তুর পুজো করাতে হবে।
অসুস্থতা: বাড়ির সদস্যদের ঘন ঘন অসুস্থতার শিকার হওয়া ভাল লক্ষণ নয়। বাড়িতে নেগেটিভ শক্তির প্রকোপ বৃদ্ধি পেলে এমনটা হতে পারে বলে মনে করা হয়। এর ফলে কোনও রোগই সারতে চায় না। একের পর এক সদস্য রোগের শিকার হতে থাকেন। অসুস্থতা বাড়ি ছাড়ে না।
দুর্ঘটনা: সচেতন থাকার পরও যদি বাড়িতে একের পর এক অঘটন লেগে থাকে তা হলেও বুঝতে হবে যে অশুভ শক্তি শক্তিশালী হয়ে উঠছে। এমনটা হলে বাড়িতে ঘন ঘন এমন নানা ঘটনা ঘটতে থাকে যার ফলে বাড়ির অন্য সদস্যদের মুশকিলে পড়তে হয়। বহু চেষ্টা করেও কিছুই ঠিক করা যায় না। এমনটা কেন হচ্ছে তার তলও খুঁজে পাওয়া যায় না।
অশান্তি বৃদ্ধি পাওয়া: নেগেটিভ শক্তির উপস্থিতির ফলে বাড়ির পরিবেশও ধীরে ধীরে খারাপ হতে থাকে। বাড়ির বাইরে মনমেজাজ সব ভাল থাকে, কিন্তু বাড়ি ঢুকলেই মেজাজ খিটখিটে হয়ে যায়। বাড়িতে সর্বদা ঝামেলা-অশান্তি লেগেই থাকে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কে বনিবনা থাকে না।