Jaggery Astro Remedies

জীবন মিষ্টি রাখতেও কার্যকরী গুড়! মানতে হবে সহজ সাত উপায়, অর্থভাগ্য চমকাবে,পদোন্নতিও হতে পারে

বাজারে নতুন গুড় আসা মানেই গুড়ের পায়েস ও পিঠেপুলির রমরমা। তবে গুড় দিয়ে যে ভাগ্যও বদলানো যায় এ সম্বন্ধে অনেকেই জানেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৯
Share:

—প্রতীকী ছবি।

শহরে শীতের আমেজ। বাজারে গেলেও তা টের পাওয়া যাচ্ছে। ঝুড়িভর্তি রংবেরঙের আনাজে ভরে গিয়েছে বাজার। আরও একটি জিনিস শীতের বাজারে জায়গা করে নিয়েছে। সেটি হল নতুন গুড়। মিষ্টিপ্রেমী হিন্দু বাঙালিরা সারা বছর এই সময়টারই অপেক্ষা করে থাকেন। বাজারে নতুন গুড় আসা মানেই গুড়ের পায়েস ও পিঠেপুলির রমরমা। তবে গুড় দিয়ে যে ভাগ্যও বদলানো যায় এ সম্বন্ধে অনেকেই জানেন না। বাড়িতে পায়েস-মিষ্টি বানানোর জন্য আনা গুড় থেকে অল্প পরিমাণ সরিয়ে নিয়ে পালন করুন সহজ কিছু টোটকা। খুব ভাল ফল পাবেন।

Advertisement

গুড়ের টোটকা:

১. রাশিচক্রে সূর্য দুর্বল থাকলে প্রতি দিন সকালে জলের সঙ্গে অল্প একটু গুড় খান। সূর্যের কৃপা লাভ করবেন। কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না।

Advertisement

২. ঋণের জালে ফেঁসে থাকা টাকা ফেরত পেতে একটি হলুদ রঙের কাপড় নিন। তাতে ৭টি গোটা হলুদ ও এক টুকরো গুড় দিয়ে পুঁটুলি বাঁধুন। এ বার এই পুঁটুলিটি টাকা রাখার জায়গায় রেখে দিন। ২১ দিন পর সেটি বার করে, পুঁটুলি খুলে তাতে থাকা জিনিসগুলি প্রবাহিত জলে ভাসিয়ে দিন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এরই সঙ্গে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা এই টোটকা পালন করলে ব্যবসার উন্নতি ঘটবে।

৩. জীবনে বৈভব বৃদ্ধি করতে ও অর্থভাগ্য উন্নত করার জন্য প্রতি বৃহস্পতিবার গরুকে গুড় ও ছোলা খাওয়ান। এর ফলে কোষ্ঠীতে বৃহস্পতির স্থান উন্নত হবে। জীবনে টাকাপয়সা ও বিলাসিতার কোনও অভাব থাকবে না। তবে কেবল একটি বৃহস্পতিবার এই টোটকা পালন করলে ফল পাবেন না। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিষ্ঠার সঙ্গে এই কাজটি করে যেতে হবে।

৪. পেশাক্ষেত্রে উন্নতি পেতেও সাহায্য করে গুড়। প্রতি দিন সকালে গরুকে গুড় ও রুটি খাওয়ান। মনের মতো চাকরির খোঁজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পদোন্নতিও হতে পারে। তবে এ ক্ষেত্রে আগের রাতে করে রাখা বাসি রুটি দিলে হবে না। দিনের দিন সকালে করা প্রথম রুটিটি গরুকে খাওয়াতে হবে। পর পর ১১ দিন এই টোটকাটি করতে হবে।

৫. বিয়ে করতে বিলম্ব হলে বা বার বার বাধার সম্মুখীন হতে হলে বৃহস্পতিবার করে ময়দার একটি গোলা বানিয়ে তার মধ্যে এক টুকরো গুড় দিয়ে গরুকে খাওয়ান। পর পর সাতটি বৃহস্পতিবার এই কাজ করে দেখুন। বিয়ের পথে আসা সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে। যাঁরা মনের মতো পাত্র-পাত্রীর খোঁজ পাচ্ছেন না, তাঁরাও সুফল পাবেন।

৬. জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করতে বৃহস্পতিবার বা শুক্রবার একটি লাল কাপড়ে গুড়ের টুকরো বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন। তার পর দেবীর পুজো করুন। পুজো শেষে পুঁটুলিটি তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। খুব ভাল ফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement