জন্মছকে যদি গ্রহের স্থান এই রকম থাকে তা হলে আপনি বিশাল সম্মান, প্রতিপত্তির অধিকারী হবেন

সমাজে মানসম্মান প্রতিপত্তি বৃদ্ধি হোক কে না চায়। এক একজনের ক্ষেত্রে দেখা যায় মানসম্মান প্রতিপত্তি জীবনে প্রচুর পেয়ে থাকে, আবার এক একজনের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখা যায়। এর কারণ হল গ্রহের অবস্থান। গ্রহের অবস্থান অনুযায়ী সম্মান প্রতিপত্তির হ্রাস বা বৃদ্ধি হতে দেখা যায়। মানসম্মান প্রতিপত্তির বৃদ্ধির কারক গ্রহ হল বৃহস্পতি, রবি ও মঙ্গল। এই গ্রহের ভাল-খারাপের উপরেই নির্ভর করে কোনও মানুষের সম্মানপ্রাপ্তি যোগ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০০:০৫
Share:

সমাজে মানসম্মান প্রতিপত্তি বৃদ্ধি হোক কে না চায়। এক একজনের ক্ষেত্রে দেখা যায় মানসম্মান প্রতিপত্তি জীবনে প্রচুর পেয়ে থাকে, আবার এক একজনের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখা যায়। এর কারণ হল গ্রহের অবস্থান। গ্রহের অবস্থান অনুযায়ী সম্মান প্রতিপত্তির হ্রাস বা বৃদ্ধি হতে দেখা যায়। মানসম্মান প্রতিপত্তির বৃদ্ধির কারক গ্রহ হল বৃহস্পতি, রবি ও মঙ্গল। এই গ্রহের ভাল-খারাপের উপরেই নির্ভর করে কোনও মানুষের সম্মানপ্রাপ্তি যোগ।

Advertisement

• বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ হলে যে কোনও মানুষ সন্মানের উচ্চশিখরে বাস করে।

• রবি যদি জন্মকালীন রাশিচক্রে স্বক্ষেত্রে থাকে এবং যদি উচ্চস্থ থাকে তাহলে মানসন্মান, প্রভাব-প্রতিপত্তি সব ঠিক থাকে।

Advertisement

এটি কিছুটা হস্তরেখার উপরেও নির্ভর করে

• যদি কোনও মানুষের রবিরেখা অতি ছোট থাকে বা না থাকে তবে সে কখনও সুনাম অর্জন করতে পারবে না।

আরও পড়ুন: চোখের মণির রং বলে দেবে আপনার স্বভাবের এই সব দিক

• রবিরেখা যদি সোজা আঙুল থেকে নীচে মণিবন্ধ পর্যন্ত নেমে আসে, তাহলে সে ভাগ্যবান, যশ, অর্থ, সন্মানের অধিকারী হয়ে থাকে।

• রবিরেখা যদি কেতুর স্থান পর্যন্ত নেমে আসে তবে জাতকের প্রচুর সম্মানপ্রাপ্তি ঘটে।

• রবিরেখা যদি ভাগ্যরেখা পর্যন্ত আসে জাতকের যথেষ্ট সম্মানপ্রাপ্তি হয়।

• রবিরেখা যদি বেঁকে শনির দিকে আসে তাহলে সে অসন্মানিত হতে পারে।

• রবিরেখা যদি তরঙ্গায়িত হয় তাহলে জাতক পণ্ডিত হলেও মানসন্মানের অসুবিধা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন