আমাদের শরীরের কোথায় কোন রাশি অবস্থান করে জানেন?

মানবজীবনে রাশির প্রভাব আজ আর কারও অজানা নয়। মানব দেহের বিভিন্ন অংশে বিভিন্ন রাশির অবস্থান। সেই অনুযায়ী ফল ভিন্ন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

মানবজীবনে রাশির প্রভাব আজ আর কারও অজানা নয়। মানব দেহের বিভিন্ন অংশে বিভিন্ন রাশির অবস্থান। সেই অনুযায়ী ফল ভিন্ন।

Advertisement

এখন দেখে নেওয়া যাক মানব দেহের কোথায় কোন গ্রহের অবস্থান।

১। মস্তকে অবস্থান করে মেষ রাশি।

Advertisement

২। কপালে অবস্থান করে বৃষ রাশি।

৩। মুখমণ্ডলে অবস্থান করে মিথুন রাশি।

৪। গলায় অবস্থান করে কর্কট রাশি।

৫। বক্ষে অবস্থান করে সিংহ রাশি।

৬। উদরে অবস্থান করে কন্যা রাশি।

আরও পড়ুন: পেশা অনুযায়ী এই মন্ত্র জপ করুন, সমস্যার সমাধান হবে

৭। জননেন্দ্রিয় ও তলপেটে অবস্থান করে তুলা রাশি।

৮। উরুদ্বয়ে অবস্থান করে বৃশ্চিক রাশি।

৯। জানুদেশ বা হাঁটুর উপরে অবস্থান করে ধনু রাশি।

১০। হাঁটুতে অবস্থান করে মকর রাশি।

১১। দুটো পায়ে হাঁটুর নীচে অবস্থান করে কুম্ভ রাশি।

১২। দুই পা ও পায়ের তলায় অবস্থান করে মীন রাশি।

এক এক জন মানুষের জীবনে এক এক রাশির প্রভাব আলাদা। বিভিন্ন রাশির প্রভাবযুক্ত মানুষ বিভিন্ন প্রকৃতির হয়। তাদের কর্মভাগ্য, অর্থভাগ্য, শারীরিক দিক, মানসিক অবস্থা সবই ভিন্ন ভিন্ন ধরনের হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন