Advertisement
২০ এপ্রিল ২০২৪

পেশা অনুযায়ী এই মন্ত্র জপ করুন, সমস্যার সমাধান হবে

বৃত্তি নির্ণয় করা একটা অত্যাবশ্যক বিষয় হলেও জ্যোতিষীদের পক্ষে তা একটা সমস্যা, এ বিষয়ে সন্দেহ নেই। বর্তমান কালে বৃত্তি নির্ণয়ে আরও অসুবিধার কারণ, এত রকমের জীবিকার সৃষ্টি হয়েছে, যার থেকে বেছে নির্দিষ্ট জীবিকার উপায় বলা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

বৃত্তি নির্ণয় করা একটা অত্যাবশ্যক বিষয় হলেও জ্যোতিষীদের পক্ষে তা একটা সমস্যা, এ বিষয়ে সন্দেহ নেই। বর্তমান কালে বৃত্তি নির্ণয়ে আরও অসুবিধার কারণ, এত রকমের জীবিকার সৃষ্টি হয়েছে, যার থেকে বেছে নির্দিষ্ট জীবিকার উপায় বলা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। তবে বৃত্তিকে মোটামুটি ভাবে কয়েকটি শ্রেণিতে ভাগ করে নিলে বৃত্তি নির্ণয়ের কাজ একটু সহজ হবে। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যে যা বৃত্তিতেই যুক্ত থাকি না কেন, জীবনে চলার পথে ও বৃত্তি জীবনে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। জীবনে যে সমস্যাগুলো ঘটে থাকে তার থেকে মুক্তি পেতে বৃত্তিভেদে কোন মন্ত্র জপ করবেন, দেখে নেওয়া যাক।

১। শাস্ত্র ও বুদ্ধিজীবী: উকিল, বিচারক, শিক্ষক, অধ্যাপক, পুরোহিত, দার্শনিক, জ্যোতিষী, জ্যোতির্বিদ প্রভৃতি।

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ নমো প্রীং পীতাম্বরায় নমঃ।। এবং ওঁ শ্রীং দেবকৃপায় ঊর্ধ্বপংক্তায় নমঃ।।

২। অর্থসম্বন্ধীয় বৃত্তি: দালাল, বিমা কর্মচারী, কলকারখানার মালিক, নানা জিনিস উৎপাদনকরী, চিকিৎসক প্রভৃতি।

আরও পড়ুন: নীলা যখন তখন ধারণ করলে বিপদ ঘটতে পারে, জানেন?

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ ক্লীং ব্রহ্মণে জগদাধারায় নমঃ।। ওঁ হিরণ্যগর্ভায় অব্যক্তরূপিণে নমঃ।। এবং ওঁ হ্রীং শ্রীং লক্ষ্মীনারায়ণ নমঃ।।

৩। কলকারখানা সম্পর্কীয় বৃত্তি: ইঞ্জিনিয়ার, মেকানিক, ছুতোর, মিলের শ্রমিক, কৃষিজীবী ইত্যাদি।

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ শ্রীং বৎসলায় নমঃ।

৪। অভিনয় বা কথাশিল্প সম্পর্কীয়: সঙ্গীতজ্ঞ, চিত্রকর, অভিনেতা, নৃত্যশিল্পী, পরিচালক প্রভৃতি।

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ শ্রীং দেবকৃপায় ঊর্ধপংক্তায় নমঃ।।, ওঁ ক্লীং উদ্ ধৃতয়ায় উদ্ধারিণে নমঃ।। এবং ওঁ তত্ত‌্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ।

৫। কেরানী, দোকান কর্মচারী, দিনমজুর প্রভৃতিদের জন্য।

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ শ্রীং বৎসলায় নমঃ।। ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ।। এবং ওঁ হিরণ্যগর্ভায় অব্যক্তরূপিণে নমঃ।।

৬। ব্যবসা সম্পর্কীয় শ্রেণির মধ্যে পড়বেন যাবতীয় ব্যবসায়ীরা।

আপনারা কোনও সমস্যায় নীচের মন্ত্র ১০৮ বার প্রতি দিন জপ করলে সুফল পাবেন।

মন্ত্র: ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ।।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi Mantra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE