মঙ্গলের প্রতিকারে কোন রত্ন, ধাতু ও উদ্ভিদ প্রয়োগ করবেন

মঙ্গলের রত্ন, ধাতু ও উদ্ভিদ সম্পর্কে জেনে নেওয়া যাক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

মঙ্গলের রত্ন, ধাতু ও উদ্ভিদ সম্পর্কে জেনে নেওয়া যাক—

Advertisement

মঙ্গলের রত্ন রক্তবর্ণ প্রবাল এবং রক্তবর্ণ মাণিক্য।

ধাতু স্বর্ণ, তাম্র, তাম্র মিশ্রিত স্বর্ণ (গিনি সোনা), গিরিমাটি, মনঃশিলা প্রভৃতি।

Advertisement

উদ্ভিদ অনন্ত মূল, গোয়েল লতা, খয়ের, হলুদ, লঙ্কা মরিচ, পিপুল, মনসা এবং সব রকমের ক্যাকটাস।

মঙ্গল বিরুদ্ধ হলে—

বিরুদ্ধ মঙ্গলের জন্য দম্পতির মধ্যে কলহ ও মতান্তরে গিনি সোনার আংটিতে প্রবাল অনামিকায় ধারণ করলে অনেক সময় শুভ ফল হয়। স্বাস্থ্যহানির জন্য অনন্ত মুল, গোয়েল লতার শিকড় অথবা রক্তকরবীর শিকড় ব্যবহারে ফল পাওয়া যায়।

সাংসারিক বা পারিপার্শ্বিক অশান্তির জন্য চুনি ধারণ করলে অনেক ক্ষেত্রে অশান্তির প্রতিকার হয়।

মঙ্গল বিরুদ্ধ হলে গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদির মধ্যে লাল, গোলাপী, গেরুয়া, প্রভৃতি রঙের ব্যবহার বাঞ্ছনীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement