জ্যোতিষীর উত্তর

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০০:০০
Share:

১. আমার নাম এনামূল হক। আমি আমার সঠিক জন্ম তারিখ জানি না। রাশি জানার কোনও উপায় আছে কি?

Advertisement

রাশি জানার উপায় নিশ্চয়ই আছে। এমত অবস্থায় আপনাকে জ্যোতিষীর সন্মুখীন হতে হবে। কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলে রাশি বলে দেওয়া সম্ভব। আগামীতে ভাল থাকুন। একটা কথা মনে রাখতে হবে, জ্যোতিষী ভগবান বা আল্লা নন, গবেষক মাত্র।

২. নাম জানাতে চাই না। আমার জন্ম ১৯৮৭ সালের ২০ অক্টোবর। আমি কবে সরকারি চাকরি পাব?

Advertisement

আনুমানিক জন্ম সময় অনুসারে আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। চেষ্টা করুন। সরকারি চাকুরির সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটা কথা মনে রাখতে হবে জ্যোতিষী ভগবান নন, গবেষক মাত্র। জন্ম সময় ও স্থান গুরুত্বপূর্ণ।

৩. নাম জানাতে চাই না। আমার জন্ম ১৯৮৮ সালের ৯ ফেব্রুয়ারি। আমার বিবাহিত জীবন কেমন যাবে জানাবেন?

প্রথমত বলি, জ্যোতিষী ভগবান নন, গবেষক মাত্র, কোন জাতক/ জাতিকা জন্মস্থান, তারিখ ও জন্ম সময় খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ফলাফলের জন্য সঠিক তথ্য উল্লেখ্য। আনুমানিক সময় ও স্থান অনুসারে বিবাহে আপনার সমস্যা হতে পারে কেননা আপনি হলেন অত্যন্ত উত্ কর্যবাদী। আপনি যা বলেন তার ফলাফল চিন্তা না করেই বলতে আগ্রহী। তবে চল্লিশ পেরিয়ে গেলে আপনি প্রকৃত পক্ষে সফল হবেন। জুয়ায় যাবেন না।

৪. আমি অয়ন কুন্ডু। জন্ম হাওড়া। শিবপুর। ২৩ ফেব্রুয়ারি ১৯৯৪ সাল।

আমার জন্ম সময় সকাল ৯টা ৫৫ মিনিট। আমি বর্তমানে এম এ পড়ছি। আমি কেমন চাকরি পাব? অর্থনৈতিক অবস্থা কেমন যাবে?

আপনি পুলিশ, সেনাবাহিনী বা অনুরূপ কোন শৃঙ্খলাপরায়ণ সংগঠনের সাথে যুক্ত হতে পারেন। আপনি সম্পদ ও সৌভাগ্য উপভোগ করবেন। কৃষি বা খাদ্য সম্পর্কিত বিষয়েই আপনার ধন সম্পত্তি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement