জ্যোতিষীর উত্তর

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০০:০৩
Share:

১। আমার নাম সচিন বিশ্বাস। জন্ম তারিখ ২৪/০৪/ ১৯৯৪। আমি স্নাতক। এবার আমার কী করা উচিত? বাড়ি নদিয়ার শান্তিপুরে।

Advertisement

কাল্পনিক সময় অনুসারে আপনি বর্তমানে কেতুর দশা ভোগ করছেন। সন্মুখ শত্রুতার তুলনায় গুপ্ত শত্রুতার ও বিশ্বাসঘাতকতার ব্যাপারে অধিক সাবধানতা বজায় রাখা কর্তব্য। চাকুরি এবং ব্যবসায় উভয় ক্ষেত্রে সাফল্য লক্ষণীয়। চাকুরির চেষ্টা করুন। এ সময়ে ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকুন। সম্ভব হলে সিংহলি ক্যাটস আই ধারণ করুন। দুর্ঘটনা বা আঘাত প্রাপ্তির আশঙ্কা।

২। আমি তনুশ্রী ঘোষ। ১৯৮৭ সালে ৫ আগস্ট। সময় বিকেল ৪টে ৫২ মিনিট। বুধবার। হাওড়া উলুবেড়িয়া। আমি কী সরকারি চাকরি পাব?

Advertisement

আপনি বর্তমানে শুক্রের দশা ভোগ করছেন। সরকারি চাকুরির চেষ্টা অবশ্যই করুন। তবে আপনার শনির সাড়েসাতি চলছে। সর্ব বিষয়ে সর্তকতা দরকার। পারিবারিক জীবনে আঘাত আনতে পারে। প্রতি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীর পূজা ও হনুমান চল্লিশা পাঠ করুন। আগামী ২০১৯ সালের মধ্যে কর্মলাভের সম্ভাবনা।

৩। আমার নাম অমিত সান্যাল। আমার জন্ম ৬ নভেম্বর ১৯৬০। রাত ১১টা ৫৭ মিনিট। নদিয়ার হরিণঘাটায়। একটি বেসরকারি সংস্থায় কাজ করি। কিন্তু বর্তমানে অর্থনৈতিক টানাপোড়েন চলছে। নয়ডায় একটি ফ্ল্যাট কিনেছি। খুব ছোট পরিবার আমার। এই সমস্যা থেকে মুক্তি পাব কী করে?

আপনি বর্তমানে শনির দশার শেষ পর্যায় ভোগ করছেন। আগামী এক বছর গৃহ ও কর্ম দুই দিকেই সচেনতা অবলম্বন করতে হবে। গৃহে সুখের অভাবের জন্য গৃহ পরিবর্তন করতে হতে পারে। কূটনীতির সাহায্যে পরিবারের অন্য সদস্যদের মধ্যে অশান্তিকে রোধ করতে হবে। নতুবা আপনার দাম্পত্য জীবনে সামঞ্জস্য বিঘ্নিত হতে পারে। মতবিরোধ এড়িয়ে চলবেন। হরগৌরীর ও দক্ষিণা কালীর আরাধনা করবেন। ওপাল ধারণ করুন।

৪। আমার নাম নন্দদুলাল সেনগুপ্ত। জন্ম বর্ধমানের কালনায়। ১৯৫৪ সালে ২ নভেম্বর। সময় রাত ৯টা ৩০ মিনিট নাগাদ। আমার প্রশ্ন পারিবারিক সমস্যায় আমার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে কি? পুণরায় বিয়ের যোগ আছে কি?

আপনি বর্তমানে শনির দশা ভোগ করছেন। আত্মীয় বা জ্ঞাতিদের মধ্যে থেকে গুপ্ত শত্রুতা আপনাদের এ বছরে দুশ্চিন্তায় ফেলতে পারে। কথাবার্তায় বিশেষ সর্তক হোন। আপনার স্ত্রীর জন্ম তথ্য প্রয়োজনীয়। তবে আপনার অবৈধ সম্পর্ক থেকে সাবধান থাকা উচিত। মামলা মোকদ্দমার আশঙ্কা আছে। শ্বাসকষ্ট, নিম্নাঙ্গের সমস্যা হতে পারে। মা বগলামুখী এবং গণপতির আরাধনা করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement