—প্রতীকী ছবি।
কথায় রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির তেরো পার্বণের তালিকায় থাকা অন্যতম আদি উৎসব হল রান্নাপুজো বা অরন্ধন উৎসব। পশ্চিমবঙ্গে দু’বার রান্নাপুজো হওয়ার রীতি রয়েছে। এক বার হয় মাঘ মাসে সরস্বতী পুজোর সময়। আর এক বার হয় ভাদ্র মাসের শেষ দিন, বিশ্বকর্মা পুজোর সময়। মনসাপুজোরই একটি অংশ হল রান্নাপুজো। মরসুমের সেরা শাকসব্জি দিয়ে এই পুজোর রান্না করা হয়। এর নানা নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায়ে পালন না করলে মা মনসা রুষ্ট হন।
রান্নাপুজোর নিয়মগুলি কী কী?
অরন্ধন উৎসবে কী কী রান্না করতে হয়?
রান্নাপুজোয় মূলত বাসি খাবার খাওয়া হয়। এর মধ্যে পান্তাভাত উল্লেখযোগ্য। নিরামিষ ও আমিষ, দু’রকম রান্নাই হয়। নিরামিষের মধ্যে মরসুমি সব্জির নানা রকম ব্যঞ্জন, নানা রকম ভাজাভুজি রান্না করা হয়। আমিষের মধ্যে সাধারণত মাছই দেওয়া হয়। চিংড়ি ও ইলিশ মাছ এগুলির মধ্যে অন্যতম।