Lunar Eclipse Impact

বহু বছর পর বিরল যোগ! শনির বক্রী দশায় তার রাশিতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অমানিশা কাটবে তিন রাশির ভাগ্যের

এই বছর চন্দ্রগ্রহণের সময় শনি বক্রী দশায় থাকবে। এই যোগ সাধারণত দেখা যায় না। অন্য দিকে শনির রাশিতেই গ্রহণ লাগছে চাঁদের।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০২
Share:

—প্রতীকী ছবি।

এই বছর সেপ্টেম্বর নানা জিনিসের সাক্ষী থাকতে চলেছে। এক দিকে দুর্গাপুজো। অন্য দিকে জোড়া গ্রহণ। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের আকাশ থেকে দেখাও যাবে। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, এই বছর চন্দ্রগ্রহণের সময় শনি বক্রী দশায় থাকবে। এই যোগ সাধারণত দেখা যায় না। অন্য দিকে শনির রাশিতেই গ্রহণ লাগছে চাঁদের। এই অবস্থায় শনির বিপরীতমুখী চলনের প্রভাবে কিছু রাশির জীবনে সুসময় শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

মিথুন: চন্দ্রগ্রহণের সঙ্গে বক্রী শনির প্রভাবে মিথুন রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ হবে। পেশার জায়গায় পদোন্নতি ঘটতে পারে। ভাগ্যের অমানিশা কেটে গিয়ে সুসময় শুরু হবে।

বৃশ্চিক: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে শনির বক্রী চাল বৃশ্চিকের জীবনে আশীর্বাদ রূপে নেমে আসবে। হঠাৎ অর্থলাভ হতে পারে। এরই সঙ্গে সন্তানের দিক থেকে কোনও সুখবর পাবেন। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। সৃজনশীল ভাবনার জন্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।

Advertisement

মীন: মীন রাশির জন্য এই সময়কাল দারুণ ফলপ্রদ হতে চলেছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সকলে আপনার গুণগান গাইবেন। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। অংশীদারি ব্যবসায় সাফল্য লাভ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement