ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
স্বপ্নের রকমফেরের অন্ত নেই। স্বপ্ন যে সর্বদা সাধারণ মানুষের কাছে অর্থবহ হতে হবে এমন কোনও মানেও নেই। প্রায়শই আমরা স্বপ্নের গভীরে থাকা তথ্যটি উন্মোচন করতে পারি না। সেই কারণে ঘুমের মধ্যে দেখা উদ্ভট জিনিসগুলি আমরা হেসেই উড়িয়ে দিই। যদিও আদতে তাদের অর্থ গভীর। শাস্ত্রমতে, সব স্বপ্নই কোনও না কোনও অর্থ বহন করে আনে। ঘুমের মধ্যে আমরা প্রায়ই নানা পশুর স্বপ্ন দেখি। শাস্ত্র জানাচ্ছে, স্বপ্নে পশু দেখার বিশেষ অর্থ রয়েছে। ঘুমের মধ্যে আসা স্বপ্নে কিছু পশু দেখা অত্যন্ত শুভ। সুদিনের ইঙ্গিত বহন করে আনে তারা। জেনে নিন তালিকায় কোন কোন পশুর কথা বলা হয়েছে।
স্বপ্নে কোন কোন পশুর দেখা পাওয়া শুভ?
গরু: স্বপ্নে গরুর দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। এটি সমৃদ্ধি লাভের ইঙ্গিত দেয়। বিশেষ করে ঘুমের মধ্যে স্বপ্নে যদি সাদা রঙের গরু দেখতে পান, তা হলে বুঝবেন অর্থ সংক্রান্ত সকল সমস্যা জীবন থেকে অতি শীঘ্রই বিদায় নিতে চলেছে। বাছুর দেখতে পেলেও বুঝতে হবে যে সুখের দিন আগত।
কুকুর: কুকুর তাড়া করছে বা কামড়ে দিচ্ছে, এই প্রকার স্বপ্ন দেখলে মনে শঙ্কা সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা শুভ। স্বপ্নে কুকুরের কামড় খাওয়া মানে বহু দিন ধরে চলে আসা কোনও জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন ঘনিয়ে আসা। শীঘ্রই সেই সমস্যা আপনার জীবন থেকে চিরবিদায় নিতে চলেছে। স্বপ্নে যদি কুকুরকে দৌড়োতে দেখেন, তা হলে বুঝবেন জীবনে অগ্রগতির দিকে বাঁক নিতে চলেছে। এ বার আপনার সঙ্গে সব ভালই হবে।
হাতি: স্বপ্নে হাতি দেখতে পাওয়া সুখ ও সমৃদ্ধির লক্ষণ। এই স্বপ্ন আগত সুদিনের ইঙ্গিত দেয়। স্বপ্নে যদি নিজেকে হাতি চড়তে দেখেন, তা হলে বুঝবেন সাংসারিক অশান্তি থেকে মুক্তি পেতে চলেছেন। জীবনে সুখের স্রোত বইবে।
বিড়াল: স্বপ্নে বিড়ালের দেখা পাওয়া শুভ। এই স্বপ্ন লক্ষ্য পূরণের ইঙ্গিত দেয়। বহু দিন ধরে জেগে দেখা যে স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে আসছেন, সেটি এ বার পূরণ হতে চলেছে। স্বপ্নে বিড়াল এসে আপনাকে সেই বার্তাই দিয়ে যায়।
ব্যাঙ: ব্যাঙের স্বপ্ন দেখাও ভাল লক্ষণ। জীবনে আর্থিক অগ্রগতির বার্তা দেয় ব্যাঙের স্বপ্ন। ঘুমের মধ্যে স্বপ্নে ব্যাঙ দেখলে বুঝবেন আটকে থাকা টাকা এ বার আপনি পেতে চলেছেন। এরই সঙ্গে আয় বৃদ্ধিও হতে পারে।