হাতের রেখায় প্রেম বিবাহ ও তার পরিণতি

জন্মছকের চেয়ে প্রেম বিবাহের পরিণতি অনেক সময় হাতের করতলে বেশী প্রকট থাকে। এখানে পরিণতি বলতে যে প্রেমে আমরা পড়েছি সে প্রেম বিবাহ অবধি গড়াবে কিনা। যদি প্রেমটি বিবাহ অবধি গড়ায় তবে বিবাহের পর যে দাম্পত্য জীবন আসে সেখানে প্রেমিক প্রেমিকা সুখী হবে কিনা!

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০০:০১
Share:

জন্মছকের চেয়ে প্রেম বিবাহের পরিণতি অনেক সময় হাতের করতলে বেশী প্রকট থাকে। এখানে পরিণতি বলতে যে প্রেমে আমরা পড়েছি সে প্রেম বিবাহ অবধি গড়াবে কিনা। যদি প্রেমটি বিবাহ অবধি গড়ায় তবে বিবাহের পর যে দাম্পত্য জীবন আসে সেখানে প্রেমিক প্রেমিকা সুখী হবে কিনা! এসব প্রশ্নের উত্তর খুজব করতলের রেখায়ঃ

Advertisement

১) রোমান্টিক প্রেমঃ ভাগ্য রেখা হৃদয়রেখা অতিক্রম করে শেষ মাথায় ত্রিশুল গঠন করে, আর আরম্ভের দিকে হৃদয় রেখার একটি শাখা বৃহস্পতির দিকে যায়।

২) গভীর, উষ্ণ, স্থায়ী ও নির্ভরশীল প্রেমঃ হৃদয়রেখা একটু গভীর এবং পিঙ্ক কালার হতে হবে,

Advertisement

৩) গভীর আবেগপূর্ন প্রেম ও স্নেহপূর্ন ভালবাসাঃ লাল রঙের গভীর হৃদয়রেখা।

৪) প্রেমিক হওয়ার লক্ষণঃ হৃদয়রেখা অতিক্ষুদ্র ভাঙা ভাঙা এমন লাইন এবং বুড়ো আঙুল বেশ নমনীয়। অথবা বেশ ভালভাবে গড়ে ওঠা হৃদয়রেখা, শুক্রের এবং চন্দ্রের ক্ষেত্র অতি প্রসারিত।

৫) সিম্প্যাথেটিক ও মায়া মমতাপূর্ন প্রেমঃ রবিরেখা থেকে একটি শাখা হৃদয়রেখায় মিলিত হওয়া।

৬) আদর্শ প্রেমঃ হৃদয় রেখাকে সব সময় বৃহস্পতির স্থান থেকে (মাঝ থেকে) আরম্ভ হতে হবে।

৭) বিশুদ্ধ,গভীর ও নিটল প্রেমঃ

(ক) হৃদয়রেখাকে সব সময় বৃস্পতির মাঝখান থেকে আরম্ভ হতে হবে।

(খ) হৃদয়রেখা এমন ভাবে আরম্ভ হবে, মনে হবে যেন বৃহস্পতির মাউন্ট কে ঘিরে রেখেছে।

(গ) হৃদয় রেখা বুধের ক্ষেত্রে শেষ না হয়ে রবির ক্ষেত্রের নীচে শেষ হতে হবে।

৮)প্রেম থেকে ভাগ্য যোগঃ বুধ রেখাকে শুক্রের স্থান থেকে উঠে আস্তে হবে।

৯)অশুভ প্রেম বা গিল্টি লাভ অ্যাফেয়ারঃ

(ক) ভাগ্যরেখায় যব চিহ্ন।

(খ) হৃদয় রেখাটি যেন অনেকগুলি যব চিহ্ন দিয়ে তৈরী।

(গ) হৃদয়রেখা ও শিরোরেখা শিকলের মত এবং শুক্রের ক্ষেত্র বেশ প্রসারিত।

১০) ব্যর্থ প্রেমঃ

(ক) আয়ুরেখা, শিরোরেখ ও হৃদয়রেখা এই তিনটি রেখা একটা বিন্দু হতে আরম্ভ।

(খ) যদি ভাগ্যরেখা প্রথম ব্রেসলেট উঠে হৃদয় রেখায় বিলিন হয়ে যায়।

(গ) বুধের ক্ষেত্রে হৃদয়রেখা কালো ডট চিহ্ন।

(ঘ) শুক্রের ক্ষেত্র থেকে আড়াআড়ি দুটি রেখা ভাগ্যরেখায় একবিন্দুতে মিলিত হওয়া।

(ঙ) হৃদয়রেখার কোনও শাখা রেখা এসে ভাগ্যরেখা ছেদ করে।

(চ) হৃদয়েখার কোনও একটি স্থানে ভগ্ন

(ছ) ভাগ্যরেখাটি শিকলের মতো যখন সেটি হৃদয় রেখা অতিক্রম করছে।

(জ) চন্দ্রের দিক থেকে আসা প্রভাব সৃস্টিকারী রেখাটি যদি ভাগ্য রেখটিকে কেটে দেয়।

(১১) অবৈধ প্রেমঃ উভয় হাতে করতলে ভাগ্যরেখার মধ্যখানে যব চিহ্ন থাকলে।

(১২) নিকট আত্মীয়কূলে অবৈধ প্রেমঃ বুধের ক্ষেত্রের নীচে হৃদয়রেখায় যব বা দ্বীপ চিহ্ন থাকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন