Palministry Predictions

আপনার তালুতে কি ‘X’ চিহ্ন রয়েছে? থাকলে কী হয়, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই আমরা হাতের রেখার বিষয়ে স্পষ্ট ভাবে জানতে পারি। হাতের রেখায় ‘X’ চিহ্ন থাকলে কী হয়?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১১
Share:

—প্রতীকী ছবি।

হাতের রেখা যে আমাদের সম্পর্কে অনেক কিছু তথ্য জানাতে পারে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। জ্যোতিষশাস্ত্রে সেই সম্পর্কে নানা কথা বলা আছে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই আমরা হাতের রেখার বিষয়ে স্পষ্ট ভাবে জানতে পারি।

Advertisement

আমাদের সবার হাতেই রেখার আঁকিবুকি কাটা থাকে। কথিত রয়েছে, এই আঁকিবুকির থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি। এই রেখার আঁকিবুকির মাধ্যমেই হস্তরেখাবিদেরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে বলে থাকেন।

হাতের রেখায় ‘X’ চিহ্ন থাকলে সে মানুষের ভাগ্য সবসময় তুঙ্গে থাকে। সেই ব্যক্তি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। গবেষণায় জানা গিয়েছে যে, গোটা দুনিয়ায় মাত্র ৩০ শতাংশ মানুষের হাতের তালুতে এই চিহ্ন রয়েছে।

Advertisement

হাতের তালুতে ‘X’ চিহ্ন থাকার উপকারিতা:

১) এই চিহ্ন যে সকল ব্যক্তির হাতে থাকে তাঁরা যেমন মানুষের কাছে সুনাম অর্জন করেন, তেমনই খুব সহজেই মানুষের প্রিয় হয়ে উঠতে পারেন।

২) এই চিহ্ন হাতে থাকা মানুষ সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ভাল কাজের জন্য সকলে এঁদের চিরকাল মনে রাখেন।

৩) এই সকল মানুষের ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। এঁদের বুদ্ধিমত্তা দেখার মতো হয়।

৪) ‘X’ চিহ্ন তালুতে থাকলে তাঁরা প্রচুর সম্পত্তির মালিক হন।

৫) এই ধরনের মানুষদের কর্মশক্তি অন্যান্যদের তুলনায় বেশি হয়।

৬) এই সকল ব্যক্তির সামনে কেউ মিথ্যা কথা বললে খুব সহজেই এঁরা সেটা ধরে ফেলেন। কোনও মানুষ যদি এঁদের সঙ্গে খারাপ কাজ করেন, তা হলে এঁরা কখনও ক্ষমা করেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement