কোন গ্রহ শান্তির জন্য কি করবেন

গ্রহদেবকে যে দান করবেন বলে স্থির করেছেন সেই সব দান দক্ষিনা উপযুক্ত সৎ ব্রাহ্মণকে ডেকে দান করা উচিত। নিম্ন লিখিত দান দ্রব্য গুলি যদি সাধ্যের মধ্যে না হয় তাহলে অভাবে যথাসাধ্য মূল্য দান করা যেতে পারে। 

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০০:০১
Share:

গ্রহদেবকে যে দান করবেন বলে স্থির করেছেন সেই সব দান দক্ষিনা উপযুক্ত সৎ ব্রাহ্মণকে ডেকে দান করা উচিত। নিম্ন লিখিত দান দ্রব্য গুলি যদি সাধ্যের মধ্যে না হয় তাহলে অভাবে যথাসাধ্য মূল্য দান করা যেতে পারে।

Advertisement

রবির দান — আতপ চাল, গো-দুগ্ধ, মৎস, গাভী, রঞ্জিত বস্ত্র, গুড়, স্বর্ন, তাম্র, রক্তচন্দন, রক্তপদ্ম।

চন্দ্রের দান — কর্পুর, মুক্তা, শুভ্র বস্ত্র, রৌপ্য, রজত পাত্র, হাল চাষের উপযোগী বৃষ, ঘৃত পুর্ন কুম্ভ দান করতে হবে।

Advertisement

শনির দান — মাষকলাই, তেল, কালোতিল, নীলা, মোষ, লোহা, কুলত্থ কলাই দান করতে হবে।

রাহুর দান — গোমেদ, ঘোড়া, নীল বস্ত্র, কম্বল, কালোতিল, লোহার পাত্র দান করতে হবে।

কেতুর দান — ক্যাটস আই, মৃগমেদ, তিলের তেল, কম্বল, খড়গ দান করতে হবে।

শুক্রের দান — বিচিত্র ও বিভিন্ন বস্ত্র, শ্বেত অশ্ব, ধেনু, হীরা, রুপা, স্বর্ন, সুগন্ধী দ্রব্য, ঘি দান করতে হবে।

বৃহস্পতির দান — পোখরাজ, ঘোড়া, চিনি, হলুদ, পীত ধান, পীত বস্ত্র, লবণ, স্বর্ন দান করতে হবে।

বুধের দান — পান্না, নীল বস্ত্র, কাঁসা, মুগকলাই, পীতবর্ন পুস্প দান করতে হবে।

মঙ্গলের দান — প্রবাল, মসুর কলাই, লাল বর্নের বৃষ, গুড়, স্বর্ন, লাল রঙের বস্ত্র, করবী পুস্প, তাম্র দান করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন