Vastu Shastra

বাড়িতে প্রতি দিন ঘটে যাওয়া কিছু ঘটনা এবং জ্যোতিষমতে সে সবের শুভত্ব এবং অশুভত্ব

আমরা আমাদের জীবন খুব সহজ সরল ভাবে কাটাতে চাই। কিন্তু আমরা জেনে বা না জেনে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করে ফেলি যার মধ্যে লুকিয়ে থাকে শুভত্ব এবং অশুভত্ব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০৭:৪৬
Share:

প্রতীকী চিত্র।

আমরা আমাদের জীবন খুব সহজ সরল ভাবে কাটাতে চাই। কিন্তু আমরা জেনে বা না জেনে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করে ফেলি যার মধ্যে লুকিয়ে থাকে শুভত্ব এবং অশুভত্ব। আমরা অনেকেই জানি না যে, কোন ঘটনা আমাদের জীবনকে শুভময় করে তুলবে এবং কোন ঘটনা আমাদের জীবনে খারাপ করবে।

Advertisement

দেখে নেওয়া যাক কোন ঘটনা জীবনে শুভ এবং কোন ঘটনা অশুভ বার্তা বয়ে নিয়ে আসে—

শুভ সঙ্কেত

Advertisement

• পুজো করার সময় যে ফুল দেওয়া হয়, তা যদি দু’-চার মিনিটের মধ্যে মাটিতে পড়ে যায়, তবে তা খুবই শুভ সঙ্কেত। একে ঈশ্বরের আশির্বাদ বলে মানা হয়। সেই ফুল লাল কাপড়ে মুড়ে তাঁকে দিন যাঁর দীর্ঘ দিন কোনও কাজ আটকে রয়েছে। সাফল্য আসবেই।

• সকালে ঘুম থেকে উঠে হঠাৎ যদি দুধ বা দুগ্ধ জাতীয় কিছু দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সঙ্কেত।

• প্রদীপ জ্বলতে জ্বলতে যদি হঠাৎ করে একটু বড় হয়ে জ্বলে ওঠে তবে এটিও খুব শুভ সঙ্কেত।

• বাড়িতে নিত্য পুজো করার সময় যদি কোনও ভিক্ষুক আপনাকে ডাকে, তবে তাঁকে কোনও মতেই খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু দান করুন। কারণ এটি অত্যন্ত শুভ সঙ্কেত।

• হাত থেকে খুচরো পয়সা পড়ে যাওয়া খুবই শুভ।

অশুভ সঙ্কেত

• বিবাহিত মহিলার হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া।

• দুধ মাটিতে পড়ে যাওয়া।

• নুন হাত থেকে পড়ে যাওয়া খুবই খারাপ সঙ্কেত।

• গোলমরিচ অত্যন্ত সাবধানে ব্যবহার করুন। এটি মাটিতে পড়ে যাওয়া খুবই খারাপ।

• কাচ ভাঙা অশুভ সঙ্কেত।

• হাত থেকে তেল পড়ে যাওয়া অশুভ।

• ইলেকট্রনিক্স জিনিস খারাপ হওয়া অশুভ সঙ্কেত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement