মানব জীবনে নক্ষত্রের প্রভাব

মঘা নক্ষত্রঃ— এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত জাগ্রত থাকে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০০:০৫
Share:

সিংহ রাশিঃ-

Advertisement

মঘা নক্ষত্রঃ— এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত জাগ্রত থাকে। এরা প্রচণ্ড ধার্মিক এবং ঈশ্বর বিশ্বাসী হয়। কিছুটা খুঁতখুঁতে মানসিকতা সম্পন্ন। একাধিক শত্রুতার শিকার হয়। অপরের জন্য করে কোনও সুনাম পায় না। জীবনে আর্থিক স্বচ্ছলতা কখনও কখনও হারিয়ে ফেলে। দাম্পত্য জীবনে শান্তি থাকে না। জীবনে একাধিকবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। যদি বৃহস্পতি শুভ ভাবে অবস্থান করে, তা হলে এরা বেঁচে যায়। বন্ধ্যাত্ব দোষের শিকার হতে হয়। দ্বি-বিবাহ এদের হতে চায় না। তবে এদের বাকসিদ্ধ যোগ বিদ্যমান থাকে।

পূর্ব ফাল্গুনীঃ- এদের প্রথম জীবনে সংগ্রামের সম্মুখীন হতে হয়। মিডিয়া সংক্রান্ত কর্মে এরা প্রভূত উন্নতি করে। কর্মক্ষেত্রে সিনিয়ার দ্বারা প্রথম দিকে প্রভূত শত্রুতার শিকার হয়। কোনও কোনও সময় আইনি ঝামেলায় জড়াতে পারে। তবে নবম এবং দশম পতি শুভভাবে অবস্থান করলে আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারে। সঙ্গীতচর্চা ও শিল্প অনুরাগী হয়। সৃজনশীল কাজে এদের ঝোঁক থাকে।

Advertisement

উত্তর ফাল্গুনীঃ- এরা ধার্মিক প্রকৃতি বিশিষ্ট এবং উচ্চমানের অধিকারি। বিভিন্ন ধর্মমূলক কাজে এরা অর্থ বিনিয়োগ করে থাকে। তবে অত্যন্ত আত্মাভিমান এবং জেদের বশে নিজের মাত্রা নিজেই তৈরি করে। বিবাহে বিলম্ব হয় এবং সর্বদা সর্বজ্ঞানী মনোভাব থাকে। ব্যবসা ক্ষেত্রে এদের বিশেষ কিছু সাফল্য আসে না। তবে চাকরি ক্ষেত্রে এরা নিজ যোগ্যতা বলে প্রভুত মান, যশ এবং অর্থের অধিকারি হয়। স্ত্রীর শরীর নিয়ে কিছুটা উদ্বেগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement