কপালে টিপ না পরলে সাজ সম্পূর্ণ হয় না, কিন্তু জানেন এতে নিজের কী ক্ষতি করছেন?

ভারতীয় মহিলাদের সাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ। শাড়ি হোক বা সালওয়ার— যে পোশাকই হোক, একটা টিপ না পরলে যেন সাজ সম্পূর্ণ হয় না। শুধু ভারতীয় মহিলারা নয়, বিদেশেও মহিলাদের মধ্যেও টিপ পরার প্রবণতা চালু হয়েছে। কিন্তু জানেন কি নিজের অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনতে পারেন টিপ পরে?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ০০:০০
Share:

ভারতীয় মহিলাদের সাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ। শাড়ি হোক বা সালওয়ার— যে পোশাকই হোক, একটা টিপ না পরলে যেন সাজ সম্পূর্ণ হয় না। শুধু ভারতীয় মহিলারা নয়, বিদেশেও মহিলাদের মধ্যেও টিপ পরার প্রবণতা চালু হয়েছে। কিন্তু জানেন কি নিজের অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনতে পারেন টিপ পরে?

Advertisement

হিন্দু সংস্কৃতিতে তিলক বা বিন্দি শৃঙ্গারের অন্যতম অঙ্গ। দেশীয় সংস্কৃতিতে একে পবিত্র বলে মানা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস, যেখানে মানুষের তৃতীয় চক্ষু থাকে, সেখানেই তিলক বা বিন্দি লাগানো হয়। কেন এই তিলক বা বিন্দি লাগানো হয়? এর ফলাফল কী?

তিলক বা বিন্দি লাগানো হয় কারণ, যেখানে তৃতীয় চক্ষু থাকে সেখানে যদি তিলক বা বিন্দি লাগানো হয়, তা হলে তৃতীয় চক্ষু জাগরিত হয় এবং শুভ শক্তির বিকাশ ঘটে।

Advertisement

কিসের তিলক লাগানো উচিত: তিলক বা বিন্দি সব সময় সিঁদুর, চন্দন, হলুদ গুঁড়ো বা যে কোনও ঠাকুরের ভষ্ম দিয়ে পরা উচিত। যদি এই জিনিসগুলো দিয়ে তিলক বা বিন্দি লাগানো হয়, তা হলে তৃতীয় চক্ষু জাগরিত হয় এবং সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়। তাই পজিটিভ এনার্জিকে জাগ্রত করতে এই তৃতীয় চক্ষুর স্থান সব সময় বাধা মুক্ত রাখতে হবে।

আরও পড়ুন: জন্ম তথ্য জানা নেই? কর্মক্ষেত্রে সমস্যা? সামাধান মিলবে এই টোটকায় (প্রথম পর্ব)

কিন্তু আজকাল মহিলারা আঠা লাগানো টিপ পরে এই তৃতীয় চক্ষুকে ঢাকা দিয়ে রাখেন। এর ফলে যে পজেটিভ শক্তি রয়েছে তা জাগ্রত হতে পারে না। অজান্তেই নিজের ক্ষতি হয় এতে।

আঠা লাগানো টিপ পরার ফলাফল কী: আঠা লাগানো টিপ পরলে আমাদের ভেতর যে শুভ শক্তি ও অসীম ক্ষমতা রয়েছে তা জাগ্রত হতে পারে না। আঠা লাগানো টিপ আমাদের তৃতীয় চক্ষুকে আড়ালে রেখে শুভ শক্তির বিকাশ ঘটাতে দেয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন