কী ভাবে শয়ন করেন, তা থেকে বলে দেওয়া যায় অনেক কিছু

সব সময় বা বেশির ভাগ সময় কাত হয়ে শোওয়া স্বাভাবিকতার লক্ষণ পুরুষের।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

পুরুষের শয়ন ভঙ্গিমা

Advertisement

• সব সময় বা বেশির ভাগ সময় কাত হয়ে শোওয়া স্বাভাবিকতার লক্ষণ।

• যে পুরুষেরা সব সময় বা বেশির ভাগ সময় চিৎ হয়ে শয়ন করে, তাদের শরীর একটু দুর্বল বোঝায়।

Advertisement

• সব সময় উপুড় হয়ে শোওয়া পেটের বা বুকের কোনও রোগ হওয়ার প্রবণতা বোঝায়।

• চিৎ হয়ে শুয়ে দু’টি পা পাশাপাশি রাখা অশুভ বা পা বেশি ফাঁক করে শোওয়া চাঞ্চল্যের কারণ বোঝায়।

• একটি পায়ের উপর আর একটি পা তুলে চিৎ হয়ে শোওয়া দুশ্চিন্তার লক্ষণ।

• শুয়ে শুয়ে পা নাড়া স্নায়বিক দুর্বলতার কারণ হতে পারে।

• যে খুব মোটা বা নরম বিছানা পছন্দ করে তার দিন খুব ভাল কাটতে চায় না।

• যে মাদুর বা মেঝেতে শোওয়া পছন্দ করে তার মধ্যে ত্যাগের ভাব ও ধর্মের ভাব প্রকাশ পায় বেশি।

আরও পড়ুন: প্রেমের পূর্ব লক্ষণ নিয়ে পাশ্চাত্য জ্যোতিষের কিছু বিশ্বাস

নারীর শয়ন ভঙ্গিমা

• যে নারী সব সময় কাত হয়ে শয়ন করে সেটি খুব শুভ ও স্বাভাবিক লক্ষণ বোঝায়।

• যে নারী সব সময় চিৎ হয়ে শয়ন করতে ভালবাসে তার দৈহিক রোগ বা অতি দুর্বলতা প্রভৃতি বোঝায়।

• যে নারী চিৎ হয়ে শুয়ে দু’টি পা একত্রে পাশাপাশি রেখে শোয় তা অশুভ লক্ষণ। চিৎ হয়ে দু’টি পা বেশি ফাঁক করে যে শয়ন করে তার মধ্যে নানা দুঃশীলতা ও বিপথগামিতার প্রবণতা বোঝায়। একটি পা অন্য একটি পায়ের উপর তুলে চিৎ হয়ে শয়ন করা মানসিক দুশ্চিন্তার কারক।

• যে নারী চিৎ হয়ে শুয়ে পা নাড়তে থাকে সেটি তার বিপথগামিতার লক্ষণ বোঝায়।

• মোটা, পুরু, নরম ও সুন্দর বিছানায় শোওয়া পছন্দ করে যে নারী, সে সুশীলা, শান্ত ও সৌভাগ্যযুক্ত হয়।

• যে পাতলা বিছানায় শুতে ভালবাসে সে সামান্য কলহপ্রিয় ও বেশি কামাতুর হয়। তাদের মন সর্বদা পরিবর্তনশীল হয়।

• যে নারী মেঝেতে শুতে ভালবাসে তার সর্বদা দুশ্চিন্তা, কলহপ্রিয়তা ও বিপথগামিতা হওয়ার প্রবণতা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন