রাশি অনুযায়ী লগ্নের স্বভাবগত ফলাফল

আপনার জন্মলগ্ন যদি চর-স্বভাব(মেষ, কর্কট, তুলা বা মকর)হয় এবং অধিকাংশ গ্রহ ঐ স্বভাবের মধ্যে থাকে, তা হলে আপনি উদ্যমি, উৎসাহী, উচ্চাকাঙ্খি, সুপরিচালক হতে পারেন। যা কিছু করবেন তা খুব তাড়াতাড়ি বা দ্রুততার সঙ্গে করেন। কোনও কিছু ফেলে রাখতে চান না। আপনি সব কাজেই বা সব কিছুতেই আগ্রহ দেখাতে চান। সু-পথিকৃৎ আপনি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২
Share:

আপনার জন্মলগ্ন যদি চর-স্বভাব(মেষ, কর্কট, তুলা বা মকর)হয় এবং অধিকাংশ গ্রহ ঐ স্বভাবের মধ্যে থাকে, তা হলে আপনি উদ্যমি, উৎসাহী, উচ্চাকাঙ্খি, সুপরিচালক হতে পারেন। যা কিছু করবেন তা খুব তাড়াতাড়ি বা দ্রুততার সঙ্গে করেন। কোনও কিছু ফেলে রাখতে চান না। আপনি সব কাজেই বা সব কিছুতেই আগ্রহ দেখাতে চান। সু-পথিকৃৎ আপনি।

Advertisement

আপনি অন্য কারোর থেকে নিজের মতের প্রাধাণ্য বেশি দেন। এই জন্য অনেকে আপনার উপর বিরক্ত হন। আপনি জীবনে অনেক উন্নতি করবেন বা অনেক উচ্চ শিখরে পৌঁছবেন, তবে খামখেয়ালীপনা ও অস্থির চিত্ততা ত্যাগ করতে হবে। তা না হলে নিজের খামখেয়ালীর জন্য জীবনে মাঝে মাঝে বিপদে পড়তে হতে পারে।

আপনার জন্মলগ্ন স্থির(বৃষ, সিংহ, বৃশ্চিক বা কুম্ভ)হলে এবং অধিকাংশ গ্রহ এই স্বভাবের মধ্যে থাকলে আপনি ঐক্য চান, শান্তি চান, ধীর স্থির ভাবে কাজে অগ্রসর হন। আপনার সহনশীলতা ও নির্ভরশীলতা দেখবার মত বটে। তবে অনেক ক্ষেত্রে মাঝে মধ্যে বেশি বাড়াবাড়ি করে ফেলেন। আপনি অধিনস্ত কাজ করতে ভালবাসেন না। ব্যবসা-বানিজ্যে মন বেশি। আপনি প্রয়োজন বোধে উদার আবার প্রয়োজন বোধে সংকীর্নমনা হন।

Advertisement

আপনার জন্মলগ্ন দ্বিস্বভাব(মিথুন, কন্যা, ধনু বা মীন)হলে এবং অধিকাংশ গ্রহ এই স্বভাবের মধ্যে থাকলে আপনি বহুমুখী প্রতিভার অধিকারী হবেন। সহজে অস্থির হন না। নানা চিন্তা একসঙ্গে এসে আপনাকে ক্লেশ দেয়। তাতে স্বাস্থ্যহানি হয়। পরের উপর সহানুভূতিশীল। আবার স্পর্শকাতরও বটে। খামখেয়ালী না থাকলে আপনি সবচেয়ে বেশি সুনাম অর্জন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement