—প্রতীকী ছবি।
নিজেকে ভালবাসা সহজ বিষয় নয়। সেই কারণে অনেক মানুষই নানা অশান্তিতে ভোগেন। নিজেকে একটু ভালবাসতে পারলে হয়তো সেই সকল অশান্তির পরিমাণ অনেকটাই কমে যায়। কিন্তু নাছোড়বান্দা মন তা বুঝতে চায় না। সে শুধু নিজের ভুল ধরতেই ব্যস্ত থাকে। যদিও বহু মানুষ এমনও রয়েছেন যাঁরা নিজের চেয়ে বেশি আর কাউকে ভালবাসেন না। এঁরা নিজের কাছে ঈশ্বরসম। নিজে কোনও ক্ষেত্রে ভুল হতে পারেন, সেটা এঁরা মানতেই পারেন না। কিছু রাশির মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসী ও সাহসী প্রকৃতির হন। এঁরা কম বয়স থেকেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন। লক্ষ্য পূরণ করতে গিয়ে কাউকে কষ্ট দিতেও কুণ্ঠাবোধ করেন না। এঁরা নিজেকে ও নিজের লক্ষ্য নিয়ে এতটাই মেতে থাকেন যে অন্যকে নিয়ে ভাবার অবকাশ থাকে না। ভাবার চেষ্টাও করেন না। মেষ রাশির ব্যক্তিদের কাছে নিজের লক্ষ্যের থেকে বড় আর কিছু হয় না।
মিথুন: কৌতূহলী মিথুন রাশির ব্যক্তিদের মধ্যেও আত্মকেন্দ্রিক হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। এঁরা অপরের সঙ্গে মিশতে ও নতুন জিনিস জানতে ভালবাসেন। কিন্তু কিছু ক্ষেত্রে এঁদের নিজের জ্ঞানের প্রতি আস্থা এতটাই বেড়ে যায় যে বাকিদের এঁরা ছোট করে ফেলেন। মিথুন রাশির জাতক-জাতিকারা মনে করেন যে নিজে যেটা মনে করছেন সেটাই ঠিক, বাকিরা সবাই ভুল।
সিংহ: অপরের থেকে প্রশংসা কুড়োতে পছন্দ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। এঁরা তোষামোদেই সুখ খুঁজে পান। সিংহ রাশির ব্যক্তিরা মনে করেন তাঁরাই সর্বেসর্বা। অন্যদের মধ্যেও যে অনুভূতি বলে একটা জিনিস রয়েছে, এঁরা সেটার ধার ধারেন না। যে মানুষেরা সব সময় এঁদের গুণগান গেয়ে যাবেন, তাঁরাই সিংহ ব্যক্তিদের কাছে ভাল হন। বাকিদের সঙ্গে এঁরা মিশতে পছন্দ করেন না।
বৃশ্চিক: হাবভাব দেখে বোঝা না গেলেও, বৃশ্চিক রাশির ব্যক্তিরাও আত্মকেন্দ্রিক হন। তবে সেই পথ এঁরা নিজের আবেগকে রক্ষা করার স্বার্থে বেছে নেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অনুভূতি প্রকাশে ভয় পান। কোনও ভাবে মনে আঘাত পেলে সেই দায়ভার এঁরা অপরের উপর চাপিয়ে দেন। সেই ক্ষেত্রে নিজের দোষটা কী সেটা যাচাই করে দেখার প্রয়োজন মনে করেন না বৃশ্চিকের ব্যক্তিরা।
মকর: মকর রাশির ব্যক্তিরা নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন। এঁরা দৃঢ় ও কঠোর পরিশ্রমী হন। লক্ষ্যপূরণের প্রতি তাগিদ এঁদের অন্যদের প্রতি রূঢ় করে তোলে। মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন না। সব সময় নিজেদের নিয়ে মেতে থাকতেই ভালবাসেন। উদ্দেশ্য পূরণের সুযোগ পেলে এঁরা পুরনো সম্পর্ক ভাঙতেও কুণ্ঠাবোধ করেন না। মকর জাতক-জাতিকাদের এই স্বভাবই তাঁদের আত্মকেন্দ্রিক করে তোলে।