—প্রতীকী ছবি।
নতুন বছর মানেই নতুন করে শখ পূরণের তাগিদ। কিন্তু সেই শখ পূরণ করতে গিয়ে অনেকেই ঋণের দ্বারস্থ হন। তার পর সেটি ফেরত দিতে গিয়ে কালঘাম ছুটে যায়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায়, অপরকে ঋণ দিয়ে সেই টাকা আর ফেরত পাওয়া যাচ্ছে না। আজ না কাল, কাল না পরশু করে ঘুরে যেতে হচ্ছে। শাস্ত্রমতে, ঋণ দান এবং গ্রহণেরও সঠিক সময়কাল রয়েছে। যখন-তখন ঋণ দিলে বা নিলে সমস্যায় পড়াই স্বাভাবিক। এরই সঙ্গে শত্রুদের খারাপ নজর তো আছেই। তাঁদের কারণেও আমাদের নানা প্রকার সমস্যার মুখে পড়তে হয়। অন্য দিকে, যে কোনও প্রতিযোগিতায় আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে যোগ দিয়ে থাকি। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকলে তাতে জেতা মুশকিল রয়েছে। জানুয়ারি মাসে ঋণ, শত্রু ও প্রতিযোগিতার দিক দিয়ে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে দেখে নিন।
মেষ রাশি: ঋণ এবং শত্রু মেষ রাশির ব্যক্তিদের এই মাসে খুব একটা সমস্যার কারণ হবে না। প্রতিযোগিতায় সফলতা আসবে।
বৃষ রাশি: শত্রুর সমস্যায় না ভুগলেও, বৃশ রাশির জাতক-জাতিকাদের ঋণ দান এবং গ্রহণ, উভয় ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: জানুয়ারি মাসে মিথুন জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা মাসের দ্বিতীয় ভাগে না থাকলেও, প্রথম ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিদের ঋণ দান, গ্রহণ এবং শত্রু, সকল ক্ষেত্রেই সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায়ও উল্লেখযোগ্য সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
সিংহ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যার আশঙ্কা সিংহ জাতক-জাতিকাদের জীবনে মাসের প্রথম ভাগে না থাকলেও, দ্বিতীয় ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রথম ভাগে থাকলেও, দ্বিতীয় ভাগে কম।
কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিরা ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে এই মাসে খুব একটা সমস্যার সম্মুখীন হবেন না। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সফলতা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তুলা রাশি: জানুয়ারিতে তুলা রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু মাথাব্যথার কারণ হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও দারুণ সফলতা আসবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের জীবনে ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যার আশঙ্কা মাসের দ্বিতীয় ভাগে না থাকলেও, প্রথম ভাগে সচেতন থাকুন। বিশেষ করে ঋণ সংক্রান্ত বিষয়ে। প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু রাশি: এই মাসে ধনু রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় সমস্যা সৃষ্টি করবে না। নির্বিঘ্নে এগিয়ে যেতে পারেন। প্রতিযোগিতায় সফলতা আসবে।
মকর রাশি: মকর জাতক-জাতিকারা ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকুন। বিশেষ করে ঋণগ্রহণের ক্ষেত্রে। শত্রুতা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। প্রতিযোগিতায় খুব একটা সফলতা আসবে না।
কুম্ভ রাশি: জানুয়ারিতে কুম্ভ জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যার আশঙ্কা মাসের দ্বিতীয় ভাগে না থাকলেও, প্রথম ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, দ্বিতীয় ভাগ তুলনামূলক ভাল বলা যেতে পারে।
মীন রাশি: মীন রাশির ব্যক্তিদের এই মাসে ঋণ এবং শত্রু সমস্যায় ফেলবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে সফলতা আসবে।