Astrological Predictions

ভালবাসায় ভরিয়ে রাখে, অর্থভাগ্যও হয় চোখে পড়ার মতো! সহজেই খাঁটি জীবনসঙ্গী পেয়ে যান এই চার রাশি

শাস্ত্রমতে, চারটি রাশির সঙ্গীভাগ্য খুব ভাল হয়। তাঁদের জীবনসঙ্গীরা স্বভাবের দিক থেকে যেমন নম্র ও ভদ্র হন, তেমনই এঁরা ধনীও হন। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৫:৪০
Share:

—প্রতীকী ছবি।

একটা বয়সের পর ছেলে হোক বা মেয়ে, উভয় পক্ষের মা-বাবারই কপালে তাঁদের সন্তানের বিয়ে নিয়ে চিন্তার ভাঁজ পড়ে। আরও চিন্তা হয় সন্তানের জীবনসঙ্গী কেমন হবে সেটা নিয়ে। জীবনসঙ্গী যদি ভাল না হয় তা হলে জীবন ছন্নছাড়া হয়ে যায়। আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি। সেই প্রভাব আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও পড়ে। আমাদের কেমন মানুষের সঙ্গে বিয়ে হবে সেটিও অনেকটা নির্ভর করে আমাদের জন্মছকে নানা গ্রহের অবস্থানের উপর। শাস্ত্রমতে, চারটি রাশির সঙ্গীভাগ্য খুব ভাল হয়। তাঁদের জীবনসঙ্গীরা স্বভাবের দিক থেকে যেমন নম্র ও ভদ্র হন, তেমনই এঁরা ধনীও হন। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা নিজেরাও যেমন ধনী প্রকৃতির হন, তেমনই তাঁদের সঙ্গীরাও ধনবান হন। তাঁদেরকে সর্বদা ভালবাসায় ভরিয়ে রাখেন। কখনও কষ্ট পেতে দেন না।

কর্কট: চন্দ্র দ্বারা শাসিত কর্কট রাশির ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। আর তাঁদের সঙ্গীরাও সেই আবেগকে সম্মান করেন। প্রভাবশালী ধনী মানুষদের মনে যে শান্তির খোঁজ থাকে, সেটিকে খুব ভাল ভাবে পূরণ করতে পারেন কর্কট রাশির মানুষেরা।

Advertisement

সিংহ: কথিত রয়েছে, সিংহ রাশির মানুষেরা নাকি একটু রগচটা প্রকৃতির হন। তাঁরা নেতৃত্ব দান করতে অত্যন্ত ভালবাসেন। আর এই রাশির ব্যক্তিরা যেই সকল জীবনসঙ্গী পান তাঁরা তাঁদের কথা শুনে চলতেই পছন্দ করেন। সিংহ রাশির ব্যক্তিদের নেওয়া সকল সিদ্ধান্তকে তাঁরা শিরোধার্য করেন। ধনসম্পদ দিয়ে এই রাশির ব্যক্তিদের জীবন ভরিয়ে তোলেন।

মীন: মীন রাশির ব্যক্তিরা উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার দিক দিয়ে বেশ ভাগ্যবান। তাঁদের সঙ্গীরাও ধনশালী হন। ফলে রাজকীয় জীবন যাপন করতে পারেন। এঁরা প্রেম খোঁজেন না—প্রেম ও সফলতা নিজেরাই এসে মীন রাশির কাছে ধরা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement