Hair Cut Prohibited Day

শুধুমাত্র জন্মবার নয়, সপ্তাহের আরও তিনটি দিন চুল কাটার জন্য শুভ নয়, না মানলে হতে পারে বিপদ!

শাস্ত্রমতে, সপ্তাহের যে কোনও দিন চুল কাটা যায় না। নির্দিষ্ট কয়েকটি দিন রয়েছে যেগুলি চুল কাটার জন্য উপযুক্ত নয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১১:২৯
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে প্রায় সব কাজ করারই শুভ-অশুভ দিনের কথা বলা রয়েছে। শাস্ত্রমতে, বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলি বিশেষ কয়েকটি দিনে করা উচিত নয়। এতে আমাদেরই ক্ষতি হয়। সেই রকমই একটি কাজ হল চুল কাটা। মন চাইলেই যে কোনও দিন চুল কেটে ফেলা যায় না। এর ফলে আমাদের উপর কুপ্রভাব পড়তে পারে। ভাগ্যের মঙ্গল সাধনে বাধা আসে।

Advertisement

আমরা অনেকেই জানি না যে জন্মবারে চুল কাটতে নেই। আপনি যেই বারে জন্মেছেন সেটিই হল আপনার জন্মবার। সেই বারটিতে ভুলেও চুল বা নখ কাটা যায় না। এই ব্যাপারটি না মেনে চললে খুব ক্ষতি হয়ে যায়। অর্থাৎ, এই দিন কোনও প্রকার ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকতে হয়। এ ছাড়াও শাস্ত্রে আরও কিছু দিনের কথা বলা রয়েছে, সেই দিনগুলিতেও চুল কাটতে নেই।

কোন দিনগুলিতে চুল কাটা যায় না?

Advertisement

মঙ্গলবার: শাস্ত্রমতে, মঙ্গলবার দিনটি হল হনুমানজির বার। সেই কারণে এই দিন চুল কাটতে নেই। মঙ্গলবার চুল কাটলে হনুমানজি কুপিত হন বলে মনে করা হয়। এর ফলে জীবনে কষ্টের অন্ত থাকে না।

বৃহস্পতিবার: বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার। এই দিন তাই চুল কাটা উচিত নয়। নচেৎ অর্থসঙ্কটের মুখে পড়তে হয়। এমনকি সধবা মহিলারা এই দিন মাথায় শ্যাম্পু না করতে পারলেও ভাল হয়।

শনিবার: আমরা সকলেই জানি যে শনিবার দিনটি হল শনিদেবের দিন। সেই কারণে এই দিন কোনও মতে চুল কাটা যাবে না। এই দিন চুল কাটলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। জীবন তছনছ হয়ে যায়। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement