Financially Lucky Zodiac Signs

পাঁচ রাশি: অর্থসমস্যা কখনও এঁদের কাছে ঘেঁষে না, টাকাপয়সা উপচে পড়ে! সফলতা থাকে হাতের মুঠোয়

টাকাপয়সার সমস্যা জীবনের বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম। তবে পাঁচটি রাশি রয়েছে যাঁদের কখনও সেই সমস্যার মুখে পড়তে হয় না। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৮:৫২
Share:

—প্রতীকী ছবি।

সকলের ভাগ্য সমান হয় না। কেউ অনেক খেটেও পর্যাপ্ত ফল লাভ করতে পারেন না। অনেককে আবার টাকাপয়সার জন্য বিশেষ খাটনি পোহাতে হয় না। চলতি ভাষায় তাঁদের বলে ‘রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছে’। এর নেপথ্যকারণ হল জন্মছকে গ্রহের অবস্থান। গ্রহ যদি আপনার সহায় হয়, তা হলে যে কোনও প্রতিকূলতাকে অতি সহজেই জয় করা যায়। তবে রাশিবিশেষেও ভাগ্যের পরিবর্তন লক্ষ করা যায়। শাস্ত্রমতে, পাঁচটি রাশি রয়েছে যাঁদের জীবনে কখনও অর্থাভাবের মুখে পড়তে হয় না। পরিস্থিতি যতই কঠিন হোক, এই রাশির লোকজন ঠিক সফলতা লাভ করেন। জেনে নিন, ভাগ্যবান সেই সকল রাশিগুলি কী কী।

Advertisement

কোন পাঁচ রাশির লোকজন ধনবান হন?

১. বৃষ: সাধারণত জন্ম থেকেই বেশির ভাগ বৃষ রাশির ব্যক্তিরা বিলাসবহুল জিনিসপত্র পছন্দ করেন এবং তাঁরা সেগুলি অর্জনও করে থাকেন। তাঁদের জীবনে প্রায় কখনওই অর্থসঙ্কটের সম্মুখীন হতে হয় না। এই সকল জাতক-জাতিকারা দায়িত্বশীল প্রকৃতিরও হন। যত্রতত্র টাকাপয়সা খরচা করতে পছন্দ করেন না।

Advertisement

২. সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসী প্রকৃতির হন। তাঁদের এই বৈশিষ্ট্য তাঁদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করে। ফলে অর্থ উপার্জনের ক্ষেত্রেও তাঁদের সুবিধাই হয়। আবেগে ভেসে গিয়ে তাঁরা ভুলভাল খরচ করে ফেলেন না। ফলত টাকা তাঁদের হাতেই থাকে।

৩. কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা বেশির ভাগ ক্ষেত্রেই পরিকল্পনামাফিক ব্যয় করতে পছন্দ করেন। তাঁরা নিজেদের আয় বুঝে ব্যয় করতেই ভালবাসেন। বিনিয়োগের ব্যাপারেও তাঁরা প্রচুর ভাবনাচিন্তা করে এগোতে পছন্দ করেন। ফলে অর্থ কখনও এঁদের সঙ্গ ছাড়ে না।

৪. বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরা খুব দৃঢ় ও বিচক্ষণ প্রকৃতির হন। তাঁদের এই গুণ তাঁদেরকে আর্থিক ক্ষেত্রে সফলতা এনে দেয়। জীবনে কখনও অর্থসমস্যার মুখে পড়লেও, এই রাশির লোকেরা অতি সহজেই নিজেদের বুদ্ধির দ্বারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

৫. মকর: মকর রাশির লোকজন উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হন। এঁরা স্বপ্ন দেখতে এবং সেটিকে সফল করতে ভালবাসেন। তাই নিয়মমাফিক জীবন কাটাতে পছন্দ করেন। দৃঢ় সংকল্পের সঙ্গে এঁদের চলার পথে আসা সকল বাধাকে এঁরা অতি সহজে অতিক্রম করতে সক্ষম হন। ফলত টাকাপয়সার অভাবের মুখে এঁদের কখনওই পড়তে হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement