Seeing Snakes in Dreams

স্বপ্নে সাপ দেখা কি খারাপ কিছুর ইঙ্গিত? সাপ কামড়াতে আসছে দেখার অর্থ কী? কোন রঙের সাপ দেখা শুভ?

স্বপ্নে সাপ দেখা মানেই যে খারাপ, এই ধারণা ভুল। কী রঙের সাপ দেখছেন বা সাপটিকে স্বপ্নে কী অবস্থায় দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:০৮
Share:

—প্রতীকী ছবি।

ঘুমের মধ্যে মানুষ প্রায়ই স্বপ্ন দেখেন। কিন্তু অনেকে সকালে ঘুম থেকে উঠেই ভুলে যান কী স্বপ্ন দেখেছেন। এমন কিছু স্বপ্ন হয় যা কোনও মতেই ভোলার উপায় থাকে না বা ভুলে যাওয়া যায় না। সে রকমই একটি স্বপ্ন হল সাপের স্বপ্ন। স্বপ্নে সাপ দেখলে অনেকেই নানা শঙ্কায় ভোগেন, ভয় পেয়ে যান। কিন্তু সাপের স্বপ্ন দেখার অর্থ কী?

Advertisement

সাপের স্বপ্ন দেখার অর্থ হল সামনে কোনও বিপদ আসতে চলেছে। আবার বিশেষ এক রঙের সাপ দেখা খুবই শুভ লক্ষণ বলে মানা হয়। তবে সাপের রং বা সাপ কী করতে আসছে সেই অনুযায়ী স্বপ্নের মানে বদলে যায়। স্বপ্নে কী রঙের সাপ দেখলেন, বা সাপ ঠিক কী করতে আসছে তার উপর নির্ভর করে কী ফল পাওয়া যাবে।

কোন সাপ দেখলে কী হয়:

Advertisement

সাদা সাপ– স্বপ্নে সাদা সাপ দেখলে আধ্যাত্মিক উন্নতি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির সঙ্কেত বোঝায়।

কালো সাপ– কালো সাপ বিপদ এবং ভয়ের প্রতীক।

কালো সাপ কামড়াচ্ছে দেখলে– কালো সাপ কামড়াচ্ছে দেখার অর্থ সামনেই কোনও অঘটন ঘটতে চলেছে। সতর্ক থাকা জরুরি।

সাপকে স্বপ্নে দেখার অন্যান্য ব্যাখ্যা:

সাপ কামড়াতে আসছে– সাপ কামড়াতে আসছে দেখা অত্যন্ত অশুভ একটা লক্ষণ। সামনে বিপদ বা খারাপ কিছু ঘটতে পারে।

সাপ ধরা বা মারা দেখলে– এটি যে কোনও সমস্যা সমাধানের ইঙ্গিত দেয়।

বিছানার উপর সাপ দেখা– স্বপ্নের মধ্যে বিছানার উপর সাপকে ঘুরে বেড়াতে দেখার অর্থ হতে পারে আপনার যৌন ইচ্ছার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement