Personality Test

পায়ের আঙুলে চুল থাকার তাৎপর্য অনেক! ভাল না খারাপ, এই সকল মানুষ কী রকম প্রকৃতির হয়?

মানুষের প্রত্যেকটা অঙ্গের বৈশিষ্ট্য দেখে উক্ত ব্যক্তির বৈশিষ্ট্য কেমন সেই ব্যাপারে বলে দেওয়া যায়। সে রকমই পায়ের আঙুলে চুল থাকার বিশেষ অর্থ রয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১২:১২
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে মানুষের নানা অঙ্গের গঠনের নানা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। মানুষের প্রত্যেকটা অঙ্গের বৈশিষ্ট্য দেখে উক্ত ব্যক্তির বৈশিষ্ট্য কেমন সেই ব্যাপারে বলে দেওয়া যায়। সে রকমই পায়ের আঙুলে চুল থাকার বিশেষ অর্থ রয়েছে। তবে খুব কম মানুষের পায়ের আঙুলেই ঘন চুল দেখা যায়। পায়ের আঙুলে যাঁদের চুল থাকে তাঁরা কেমন প্রকৃতির মানুষ হন সেই ব্যাপারে বলা হল।

Advertisement

যে সকল ব্যক্তির পায়ের আঙুলে চুল থাকে, সে সকল ব্যক্তিরা ধন, সুখ-সমৃদ্ধির অধিকারী হয়ে থাকেন। যে কোনও জিনিস এঁরা খুব সহজেই পেয়ে যান। এঁরা নিজেদের কর্মে বিশ্বাস রাখেন, ভাগ্যের উপর নির্ভর করে থাকতে চান না।

এই ধরনের ব্যক্তিরা নিজের প্রচেষ্টায় সাফল্যে পৌঁছোতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রে নিজের সুনাম খুব সহজেই অর্জন করে ফেলতে পারেন। এঁরা যতটা পরিশ্রমী হন, ঠিক ততটাই ভাগ্যকে জয় করতে পারেন।

Advertisement

এঁরা আত্মবিশ্বাসী হন। নিজের কথায় খুব দৃঢ় হন এবং যে কোনও বিষয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেন। দায়িত্বের দিক থেকে এঁরা কখনও পিছপা হন না। যে কোনও বিষয়ে খুব ভাল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। এঁরা যেখানে যান, সেখানেই প্রভাব বিস্তার করতে সক্ষম হন।

এঁদের আধ্যাত্মিকতার দিকে বেশ ঝোঁক থাকে। এঁরা জগতের চাকচিক্যে হারিয়ে না গিয়ে, আত্মজ্ঞান সংগ্রহ করতে বেশি পছন্দ করেন। এঁদের চিন্তা খুব গভীর হয় এবং যে কোনও কিছু বোঝার ক্ষমতাও এঁদের খুব বেশি হয়।

তবে এঁদের প্রায় লক্ষণগুলো শুভ হলেও, যাঁদের পায়ের আঙুলের চুল খুব বেশি ঘন বা মোটা হয় তাঁরা একটু অহঙ্কারী প্রকৃতির হন। এঁদের অতিরিক্ত রাগ থাকে, যার ফলে কখনও কখনও ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement