—প্রতীকী ছবি।
ফুল মানেই সুন্দর। যে কোনও ফুল দেখলেই আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। ফুল ভালবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই রয়েছেন। ভগবানের পুজো করার এক গুরুত্বপূর্ণ উপাদান হল ফুল। কিন্তু জীবনের নানা সমস্যা থেকেও যে ফুল আমাদেরকে বাঁচাতে পারে সেই কথাটা অনেকেরই জানা নেই। ভিন্ন ফুলের মধ্যে রয়েছে ভিন্ন শক্তি। জ্যোতিষশাস্ত্র মতে, এক একটা ফুল দিয়ে পুজো করলে, এক এক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের নানা ঝামেলা মেটাতে কিছু ফুলের টোটকা দেওয়া হল।
কোন ফুল দিয়ে পুজো করলে কী হয়?
অপরাজিতা: অপরাজিতা ফুল দিয়ে ভগবান শিব, বিষ্ণু এবং শনিদেবের পুজো করলে সাংসারিক শান্তি-সমৃদ্ধি এবং যশ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
জবা: জবা ফুল দিয়ে পুজো করলে কর্মজীবনে উন্নতি হয়। আর্থিক উন্নতি এবং রোগ মুক্তি হয় বলেও মানা হয়।
গোলাপ: পুজোর কাজ ছাড়াও গোলাপ ফুল নানা টোটকা করতে কাজে লাগে। এই ফুল দিয়ে পুজো করলে ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। রোগ থেকে মুক্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলেও মনে করা হয়।
পলাশ: পলাশ ফুল শনি ও মঙ্গলের রোষ থেকে মুক্তি দেয় এবং গ্রহদোষ দূর করে।
পদ্ম: পদ্ম ফুল হল বিশুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এই ফুল দিয়ে পুজো করলে আর্থিক উন্নতি হয় এবং আধ্যাত্মিক দিকেও উন্নতিতে সাহায্য করে।
জুঁই: জুঁই ফুল দিয়ে পুজো করলে ভাগ্য খুব দ্রুত ফেরানো যায় বলে মানা হয়।
গাঁদা: গাঁদা ফুল দিয়ে পুজো করলে আর্থিক উন্নতি হয়। প্রেমের সম্পর্ক মধুর হয় এবং সুখ-সমদ্ধি বৃদ্ধি পায়।