Astrological Meaning of Itching Palm

বাঁ হাত না ডান হাত, কোন হাতের তালু চুলকোলে টাকা আসে? খরচ হয় কোন হাত চুলকোলে?

হাতের তালু চুলকোনো মানেই কিন্তু টাকা আসা নয়। এটি অযথা টাকা ব্যয় হওয়ার ইঙ্গিতও হতে পারে। নির্ভর করছে কার কোন হাতের তালু চুলকোচ্ছে তার উপর।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১১:৫১
Share:

—প্রতীকী ছবি।

ইদানীং থেকে থেকেই হাতের তালু চুলকোচ্ছে? আর বাড়ির লোকজন বা বন্ধুরা সেটা শুনলেই ‘টাকা আসবে, টাকা আসবে’ করে হুল্লোড় করছে? তবে, হাতের তালু চুলকোনো মানেই কিন্তু টাকা আসা নয়। এটি অযথা টাকা ব্যয় হওয়ার ইঙ্গিতও হতে পারে। নির্ভর করছে কার কোন হাতের তালু চুলকোচ্ছে তার উপর। ছেলেমেয়ের ভিত্তিতে এর ফল আলাদা আলাদা হয়।

Advertisement

মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের তালু চুলকোলে টাকা আসে, তবে ছেলেদের ক্ষেত্রে জলের মতো টাকা বেরোয়। তেমনই ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তালু চুলকোলে টাকা আসে কিন্তু মেয়েদের এমনটা হলে খরচের আশঙ্কা বোঝায়।

কিন্তু শাস্ত্রে এই ব্যাপারে আরও বিশেষ কয়েকটি কথা বলা রয়েছে। কথিত রয়েছে, ছেলেদের ক্ষেত্রে ডান হাত চুলকোলে অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর বাঁ হাত চুলকোলে কোনও পরিষেবা পেতে বা কিছু কেনার জন্য টাকা খরচ হতে পারে। তবে হাত চুলকোনোর খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়ার টোটকার কথাও বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। ছেলেদের বাঁ হাত চুলকোলে আর মেয়েদের ডান হাত চুলকোলে সেটি যদি কাঠের উপর ঘষে নেওয়া যায় তা হলে অনেকটা হলেও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। খরচ কিছুটা হলেও কম হবে।

Advertisement

ছেলেদের ডান হাত আর মেয়েদের বাঁ হাত চুলকোলে লটারি জেতার সম্ভাবনাও বোঝায়। সম্পত্তির ভাগও পেতে পারেন, পদোন্নতিও হতে পারে। কিন্তু যে হাতই চুলকোক, অপর হাত দিয়ে সেই হাতটিকে চুলকোতে যাবেন না। এতে ভাল প্রভাব কমে যেতে পারে। অন্য দিকে খারাপের পরিমাণও বেড়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement