Lucky Lottery Number

লটারির টিকিট কাটুন শুভ সংখ্যা দেখে, রাশি অনুযায়ী শেষের কোন দুই অঙ্ক মিলিয়ে কাটলে ভাগ্য খুলে যাবে?

লটারি জেতার ক্ষেত্রে সংখ্যার ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক সংখ্যা বেছে লটারি কাটলে পুরস্কার জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ০৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

লটারি যে ভাগ্যের ব্যাপার এটা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। লটারি কাটলেই যে পুরস্কার জিতে নেওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ, সঠিক নাম্বার বাছাই করে লটারির টিকিট কাটা কারও পক্ষেই সম্ভব নয়। এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে ভাগ্যের উপর।

Advertisement

লটারি যাঁরা কাটেন তাঁদের অনেকেরই এটা মনে হতে পারে যে কোন নম্বরের লটারি কাটলে জেতা যাবে সেটা জানতে পারলে ভাল হত। কিন্তু কোন সংখ্যার লটারি কেটে লাভ হবে সেটা কেউই বলে দিতে পারে না। এই সম্পর্কে একটা ধারণা দেওয়া যেতে পারে মাত্র। তবে জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী কোন সংখ্যার টিকিট কাটলে সম্ভাব্য পুরস্কার জিতে নেওয়া সম্ভব জেনে নিন।

দেখে নিন রাশি অনুযায়ী আপনার লটারি কাটার জন্য শুভ সংখ্যা কোনটা:

Advertisement

মেষ– ৯, ৪১, ৪৭, ৪৯, ৬০, ৬৭।

বৃষ– ১৪, ১৮, ২২, ৩১, ৩৭, ৫১।

মিথুন– ৪, ৫, ১১, ১৯, ৫২, ৬৮।

কর্কট– ৬, ১০, ১৫, ২৮, ৩৭, ৬৮।

সিংহ– ২, ২১, ২৩, ৫১, ৬১, ৬৪।

কন্যা– ৫, ১৩, ১৮, ১৯, ২১, ৪০।

তুলা– ৩, ০৯, ১৫, ২৭, ৫৪, ৬৪।

বৃশ্চিক– ১, ৭, ১০, ২০, ২১, ৩৫।

ধনু– ৭, ১১, ২৭, ৩৪, ৬৩, ৬৫।

মকর– ৫, ৮, ১৩, ২৩, ২৬, ৫১।

কুম্ভ– ৮, ১৫, ২৯, ৩১, ৪৯, ৬৯।

মীন–১৪, ১৮, ২৪, ৩৩, ৬০, ৬৮।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement