Astrological Remedies

পাঁচ জিনিস: বাড়িতে রাখলে মঙ্গলের কৃপায় জীবন হয়ে উঠবে সুন্দর, কাছে ঘেঁষতে পারবে না বিপদ

মঙ্গলের খারাপ প্রভাব থেকে বাঁচার নানা উপায় রয়েছে। সেগুলির মধ্যে সবথেকে সহজ উপায় হল বাড়িতে পাঁচটি জিনিস রাখা। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১১:২৮
Share:

—প্রতীকী ছবি।

মঙ্গলের অশুভ প্রভাবে জীবনে ঘটতে পারে নানা অমঙ্গল। বাস্তুতেও নানা প্রকার সমস্যা দেখা যেতে পারে। তার উপর ২০২৫ মঙ্গলের বছর। ফলত এই বছর মঙ্গলের শুভ বা অশুভ, উভয় প্রভাব বিস্তারের ক্ষমতাই অন্যান্য গ্রহের তুলনায় খানিকটা বেশি। মাঙ্গলিক হলে তো বটেই, মাঙ্গলিক না হলেও লাল গ্রহকে শান্ত রাখার জন্য বিশেষ কিছু উপায় মেনে চলা কাম্য। জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে। সেগুলি যদি বাড়িতে রাখা যায় তা হলে মঙ্গলেক কুপ্রভাব থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া সম্ভব হবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

কোন কোন জিনিস বাড়িতে রাখতে হবে?

বার্লি: বার্লি খেলে যেমন শরীরের ভাল হয়, তেমনই বাড়িতে বার্লি রাখার ফলে মঙ্গলের অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায়। একটি ছোট পাত্রের মধ্যে অল্প বার্লি নিয়ে সেই পাত্রটি ঠাকুরের আসনে রেখে দিন। খুব ভাল ফল পাবেন।

Advertisement

লাল রঙের জিনিস: এই বছর বাড়ি সাজানোর ক্ষেত্রে যতটা সম্ভব লাল রং ব্যবহার করুন। লাল মঙ্গলের রং। এই রং নিজের কাছে রাখলে মঙ্গলের কৃপা আপনার সঙ্গে থাকতে পারে। জন্মপত্রিকায় মঙ্গল খারাপ অবস্থানে থাকলেও কুপ্রভাব থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।

গুড়: গুড়কেও মঙ্গলের প্রিয় জিনিস হিসাবে মনে করা হয়। তাই বাড়িতে সব সময় গুড় রেখে দেবেন। প্রতি দিন সকালে গুড় খেতে পারলেও খুব ভাল হয়। এ ছাড়া গরু ও বাঁদরকে গুড় মাখানো রুটি খাওয়াতে পারলে মঙ্গলের কৃপা অবশ্যই আপনার উপর পড়বে।

তামা: তামাকে মঙ্গলের ধাতু হিসাবে গণ্য করা হয়। জন্মছকে মঙ্গলের দোষ থাকলে তামার আংটি বা ব্রেসলেট পরতে পারেন। বাড়িতেও তামার তৈরি জিনিস রাখতে পারেন।

মাটির তৈরি জিনিস: শাস্ত্রমতে, মাটির তৈরি জিনিসে মঙ্গলের শুভ প্রভাব থাকে। তাই বাড়িতে মাটির তৈরি জিনিস রাখলে ভাল ফল পেতে পারেন। এ ছাড়া মাটির তৈরি গ্লাসে জল খেতে পারলেও খুব ভাল ফল পাবেন। রাগের সমস্যা থাকলে সেটিও বশে রাখতে সুবিধা হবে। মাটির পাত্রে করে সাধ্যমতো জিনিস দান করতে পারলেও ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement