Symptoms of Rahu Dosha

জীবন দুর্বিষহ করে রাহুর অশুভ ছায়া! কয়েকটি লক্ষণ দেখলেই হতে হবে সতর্ক, জেনে নিন সেগুলি কী কী

রাহু ছায়াগ্রহ হলেও তার প্রভাবে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। রাহুর অশুভ ছায়া আপনার উপর রয়েছে কি না তা আপনার জীবনে বা বাড়িতে ঘটা কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৩:৫২
Share:

—প্রতীকী ছবি।

বহু মানুষই জীবনে অনেক সময়ই এমন নানা কঠিন মুহূর্তের সামনে পড়েন যার কারণ তাঁরা নিজেরাও বুঝতে পারেন না। যত চেষ্টাই করা যাক না কেন, সেই সকল জটিল সময় তাঁরা কাটিয়ে উঠতে পারেন না। জীবন সব দিক দিয়েই দুর্বিষহ হয়ে ওঠে। অর্থের সমস্যা দেখা যায়, কর্মক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হতে হয়। বাড়িতেও নানান ঝামেলা লেগেই থাকে, দাম্পত্য সম্পর্ক খারাপ হয়ে যায়। এর কারণ হতে পারে জন্মছকে রাহুর খারাপ অবস্থান। রাহু ছায়াগ্রহ হলেও তার প্রভাবে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। রাহুর অশুভ ছায়া আপনার উপর রয়েছে কি না তা আপনার জীবনে বা বাড়িতে ঘটা কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যেতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১. জীবনে উন্নতিতে বাধাপ্রাপ্ত হতে হয়। অনেক খাটনির পরেও পর্যাপ্ত ফল পাওয়া যায় না। সাফল্যের পথে বার বার বাধাপ্রাপ্ত হতে হয়।

Advertisement

২. আর্থিক সমস্যা দেখতে পাওয়া যায়। টাকাপয়সা কিছুতেই হাতে থাকে না। যত টাকাই উপার্জন করুন না কেন, টাকার সমস্যা কিছুতেই পিছু ছাড়তে চায় না।

৩. বাড়িতে রাহুর অশুভ ছায়া পড়লে বাড়ির সদস্যদের মধ্যে খুব ঝামেলার সৃষ্টি হয়। সম্পর্কে ছেদ আসে। দাম্পত্য জীবনেও সমস্যার সৃষ্টি হয়।

৪. ছেলেমেয়েদের পড়াশোনায় মন বসে না। মনের মধ্যে সর্বদা একটা চঞ্চলতা কাজ করে।

৫. রাহুর দোষের প্রভাবে জাতক-জাতিকারা বুদ্ধিভ্রষ্ট হন। ঠিক-ভুল বিচার করতে পারেন না।

৬. বাড়ির বৈদ্যুতিন সামগ্রী ঘন ঘন নষ্ট হয়ে যায়।

৭. বাড়িতে লাল পিঁপড়ের সারি দেখতে পাওয়া যায়। কেবল মেঝেতে বা বাড়ির কোণে না, বালিশ, বিছানা, খাবার, জামাকাপড় সব জায়গায় লাল পিঁপড়ে দেখতে পাওয়া যায়।

৮. বাড়ির সদস্যদের আলস্য বৃদ্ধি পায়। রাতে দেরি করে ঘুমোতে যান এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। ফলে কাজের প্রতিও অনীহা সৃষ্টি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement