Astro Tips

পাঁচ কাজ: করলেই কুপিত হন শনিদেব, ঘটে সর্বনাশ! জীবনে নেমে আসবে দুঃসময়ের কালো ছায়া

যেমন কাজ করবেন, শনিদেবের কাছ থেকে তেমনই ফল পাবেন। তবে নিজের অজান্তেই প্রতি দিনের জীবনে এমন কোনও কাজ করে ফেলছেন না তো যাতে শনিদেব আপনার উপর রেগে যাচ্ছেন?

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১২:৫০
Share:

—প্রতীকী ছবি।

শনিদেব হলেন কর্মফলদাতা দেবতা। অর্থাৎ, আপনি যেমন কাজ করবেন, শনিদেব আপনাকে সেই অনুযায়ী ফল দান করবেন। তবে আপনার কাজে শনিদেব যদি রুষ্ট হন তা হলে সেই ফল মারাত্মক হতে পারে। জীবন হয়ে উঠতে পারে বিভীষিকাময়। জীবনে চলার পথে আসতে পারে অজস্র বাধা-বিপত্তি, কোনও প্রায় হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাজও ভেস্তে যেতে পারে। এরই সঙ্গে রোগে ভোগার আশঙ্কাও বাড়তে পারে। আমরা আমাদের অজান্তেই এমন নানা কাজ করে ফেলি যাতে শনিদেব রুষ্ট হতে পারেন। তবে একটু সতর্ক থাকলেই হবে মুশকিল আসান। জেনে নিন শনিদেবকে তুষ্ট রাখতে কী কী কাজ করা যাবে না।

Advertisement

কোন কাজগুলি করলে শনিদেব রেগে যান?

১. রাতে ঝাঁট দেওয়া: আমরা অনেকেই সন্ধ্যার পর বা রাতে ঘর পরিষ্কার করি। কিন্তু শাস্ত্রমতে, সন্ধ্যার পর ঘর ঝাঁট দিতে নেই। এতে ঘরের লক্ষ্মীশ্রী নষ্ট হয়। এরই সঙ্গে শনিদেবের কৃপা থেকে আমরা বঞ্চিত হই।

Advertisement

২. এঁটো বাসন জমিয়ে রাখা: খাবার খাওয়ার পর রান্নাঘরের সিঙ্কে বা অন্য কোথাও এঁটো বাসন জমিয়ে রাখাও উচিত নয়। এতে বাস্তুর উপর তো প্রভাব পড়েই, শনিদেবও রাগ করেন।

৩. ঘরে ভাঙা আয়না রাখা: ভেঙে যাওয়া আয়না ঘরের মধ্যে রেখে দেওয়াও অত্যন্ত অশুভ। ভাঙা আয়না ঘরে রাখলে শনিদেব কুপিত হন। এর ফলে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

৪. অসহায় মানুষ ও পশুপাখিকে অবহেলা করা: শাস্ত্রমতে, কাক ও কুকুর হল শনিদেবের বাহন। তাই এই দুই প্রাণী তথা অন্যান্য পশু ও পাখিকে তুচ্ছতাচ্ছিল্য করলেও শনিদেব রাগ করেন। একই সঙ্গে অসহায় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করলে শনিদেবের কুপ্রভাবে শিকার হতে হয়।

৫. ফাঁকা ঘরে ঘণ্টা বাজালে: পুজোর সময় ছাড়া অন্যান্য সময় ঘণ্টা বাজাতে নেই। এতে শনিদেবের নেতিবাচক দৃষ্টি বাড়ির উপর পড়ে। বাড়ির সকলের জীবন তছনছ হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement