—প্রতীকী ছবি।
সুখী এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পর্যাপ্ত আয় প্রত্যেকেরই কাম্য। গ্রহের প্রভাব কখনও কখনও ইচ্ছা পূরণে বাদ সাধে। এর প্রভাব আমাদের আয়-ব্যয়ের উপরও পড়ে। গ্রহের অবস্থান অনুযায়ী জুলাই মাসে কোন রাশি কেমন আয় করবে জেনে নিন।
মেষ রাশি: জুলাইয়ে মেষ রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকবে। এর ফলে আয়ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। ১৩ জুলাই শনির গতি পরিবর্তনের ফলে আয়ের ক্ষেত্রে উন্নতি হবে।
বৃষ রাশি: বৃষ রাশির আয়ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর ফলে আয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে না, বাধাপ্রাপ্ত হবেন।
মিথুন রাশি: এই মাসে মিথুনের আয়ক্ষেত্র অধিপতির মিত্র গৃহে শুভ অবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে সফলতা দান করবে। টাকাপয়সা সংক্রান্ত কোনও চিন্তা থাকবে না।
কর্কট রাশি: কর্কটের আয়ক্ষেত্র অধিপতি নিজক্ষেত্রে শুভ অবস্থানে রয়েছে। এর ফলে আয় সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে হবে না, শুভ ফল পাবেন।
সিংহ রাশি: জুলাইয়ে সিংহের আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং রবির। রবির অবস্থানের কারণে সামান্য জটিলতা সৃষ্টি হলেও শুভ বলা যায়। রবির রাশি পরিবর্তনের পরে শুভ ফল পাওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে।
কন্যা রাশি: কন্যার আয়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগে অধিক শুভ ফল পাবেন। দ্বিতীয়ভাগে আয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
তুলা রাশি: এই মাসে তুলার আয়ক্ষেত্রে কেতু এবং মঙ্গলের অবস্থানের ফলে শুভ ফল পাবেন না। পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা আসতে পারে।
বৃশ্চিক রাশি: বৃষের আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে, তবে মাসের শেষ সপ্তাহে বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
ধনু রাশি: জুলাইয়ে ধনুর আয়ক্ষেত্র শুভ হলেও, মাসের প্রথমভাগে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে।
মকর রাশি: আয়ক্ষেত্র অধিপতির মিত্র গৃহে শুভ অবস্থানের ফলে মকর রাশি আয়ের ক্ষেত্রে বিশেষ অনুকূল অবস্থায় থাকবে।
কুম্ভ রাশি: কুম্ভর আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও, মাসের প্রথমভাগে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা এবং কিছু সমস্যা থাকবে।
মীন রাশি: জুলাইয়ে মীন রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, দ্বিতীয়ভাগে বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।