—প্রতীকী ছবি।
জুলাই মাসের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই বৃষ রাশিতে অবস্থান করবে শুক্র। ২৬ জুলাই শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহ-অবস্থান করবে। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি এবং রবি। রবি ১৬ জুলাই রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কর্কট রাশিতে অবস্থান করবে বুধ। বুধ কর্কট রাশিতে সারা মাস অবস্থান করলেও ১৮ জুলাই গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে এবং রবির সঙ্গে খুব কম কৌণিক দূরত্বে অবস্থানের কারণে ২৪ জুলাই থেকে দগ্ধ অবস্থায় অবস্থান করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু, চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল ২৮ জুলাই রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করবে। শনি ১৩ জুলাই গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে।
মেষ রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও দ্বিতীয়ভাগে কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সকল কাজ মাসের প্রথমভাগে সেরে ফেলার চেষ্টা করুন।
বৃষ রাশি: বৃষ রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। ১৩ জুলাই শনি গতি পরিবর্তন করায় আরও ভাল ফল লাভ করবেন।
মিথুন রাশি: জুলাইয়ে মিথুন রাশির কর্মক্ষেত্রে শনির অবস্থান থাকবে এবং মঙ্গলের সঙ্গে সম্পর্ক থাকার ফলে কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে। সচেতন থাকা জরুরি, অধিক পরিশ্রম করতে হতে পারে।
কর্কট রাশি: কর্কটের কর্মক্ষেত্র অধিপতির সঙ্গে মিত্র গ্রহ শুভ অবস্থানে রয়েছে। এই কারণে ভাল ফল পাবেন।
সিংহ রাশি: কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান সিংহ রাশিকে কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে। চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি: কন্যা রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতি এবং রবির অবস্থান রয়েছে। রবির অবস্থানের কারণে কর্মক্ষেত্রে সামান্য জটিলতা সৃষ্টি হলেও শুভ বলা যায়।
তুলা রাশি: কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগে অধিক শুভ ফল পাবেন। কিন্তু দ্বিতীয়ভাগে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিকের কর্মক্ষেত্রে কেতু এবং মঙ্গলের অবস্থানের কারণে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।
ধনু রাশি: জুলাইয়ে ধনু রাশির মাসের শেষ সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে, তবে বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। মাসের দ্বিতীয়ভাগে গুরুত্বপূর্ণ চুক্তি না করাই ভাল, করলেও বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।
মকর রাশি: মকরের জন্য জুলাইয়ে কর্মক্ষেত্র শুভ হলেও, মাসের প্রথমভাগে কিছু জটিলতা থাকবেই।
কুম্ভ রাশি: জুলাইয়ে কুম্ভের কর্মক্ষেত্র অধিপতির মিত্র গ্রহে শুভ অবস্থান কুম্ভ রাশিকে কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে।
মীন রাশি: মীন রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও, মাসের প্রথমভাগে বিভিন্ন জটিলতা এবং কিছু সমস্যা থাকবে।